চিঠি, চন্দ্রাহত – দেবযানী সান্যাল
চিঠি
দেবযানী সান্যাল
:আজকাল নিজের সাথেই মজা করে লুকোচুরি খেলি:
এই ধরো,কোনো এক শীতের নির্জন দুপুরে,
ঠিক যখন রাতের চেয়েও নিঃঝুমতায় খান্ খান্ চারিদিক;
ওই যে, যখন "দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয়
বেগনি রঙের শাড়ি"। ঠিক তখনি,চুপি চুপি পা ফেলে পোস্টম্যানের
চলে যাওয়া দেখেই মনে পড়ে যায়--সেই কতোদিন আগে যেন আমাদের
ডাকবাক্সটাও জ্বলজ্বল করে উঠতো নীল রঙের আভায়!
ঢিপ্ ঢিপ্ করা বুকের মাঝে তাকে যত্নে নিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতাম,
আসুক না সেই গভীর রাতটা যখন এক-একটা অক্ষর হাজারটা কোহিনূর
হয়ে জ্বলে উঠে আলোকিত করে দেয় সবকিছু !!
তখন আমি নিজেই যেন এক সাম্রাজ্যের অধীশ্বরী,সাক্ষী ছিল হাজার হাজার-তারার ক্যানভাস।
এখন খুব ধীরে ধীরে নামছে গোধূলি-বিহান।
বাতাসের মৃদু-হিমেল ছোঁয়ায় ফিরছে দিনমনি।
অন্য কোনো দূরের দেশের অন্তরীক্ষে দিন-সমাগত প্রায়--
ঠিক তখনই "সিন্ধু-বারোয়াঁ"র তান...









