Shadow

ক্রন্দনরত শিশু (Crying Child) – বিতান চক্রবর্তী

ক্রন্দনরত শিশু (Crying Child)

শিল্পীঃ বিতান চক্রবর্তী

ছবিটি পেন্সিল স্কেচ
অতিমারির আবহে শিশুটি তার স্বাভাবিক জীবনযাত্রা থেকে বঞ্চিত হচ্ছে। কর্মহীন পিতা প্রয়োজনীয় খাদ্য শিশুটির মুখে তুলে দিতে পারছেনা।
*************************************************

বিতান চক্রবর্তীর পরিচিতি
বিতান চক্রবর্তী পেশায় ইলেক্ট্রনিক এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। KIIT ভুবনেশ্বর থেকে ২০১৭ সালে পাশ করে বর্তমানে হায়দ্রাবাদ এ Tech Mahindra তে কর্মরত। বিতানের ভালোবাসা হল, ছবি আঁকা, ছবি তোলা, গিটার এবং উকুলেলে বাজানো। অবসর সময় এরাই ওর সঙ্গী। বিতানের ছবি আঁকার বা তোলার কোনো প্রথাগত শিক্ষা নেই। এটা ওর ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র।

24 Comments

  • Sreelekha Majumdar

    Bitan your drawing has touched my heart. You have depicted reality so well. Please continue with the good work. Blessings always.
    Regards
    Sreelekha Majumdar

  • অগ্নিমিত্র ভট্টাচার্য

    বিতান চক্রবর্তীর বাবা বিদ্যুৎকে আমি চিনি বুধবার 8th সেপ্টেম্বর 1976 সাল থেকে। মানে মাত্র চুয়াল্লিশ বছর এক সপ্তাহ আগের পুরোনো বন্ধুত্ব। তাই সে যখন আমাকে অনুরোধ করলো ওর ছেলের আঁকা ছবি ” কুলায় ফেরা” তে প্রকাশ করা যায় কিনা, তখন আমি আমাকে বিতানের আঁকা ছবি পাঠাতে বলি। ছবি দেখে আমি তাজ্জব!
    বিতান, তোমাকে বলি যে তোমার আঁকা প্রকাশ করতে কোন সুপারিশের প্রয়োজন নেই! তবে এখন থেকে একের পর এক ছবি এঁকে যাও আর আমাদের মনকে আনন্দ দান করে যাও নিয়মিত!

  • Anup Kumar Kundu

    অসাধারন sketch. দারুন। বিতান তোমার ভবিষ্যত bright.

    • Brati Ghosh

      তোমার স্কেচ কথা না বলেও সব বুঝিয়ে দিল। তোমার জন্য রইলো অনেক শুভেচ্ছা ৷ এগিয়ে যাও ৷

  • সমরেশ কুমার হালদার

    বিতান আমার বন্ধু বিদ্যুতের পুত্র। সে যে কালে কালে একজন শিল্পী হয়ে উঠেছে, তা বিদ্যুত আমাদের কখনও বলে নি। আজকাল হঠাৎ হঠাৎ বিতানের আঁকা ছবি আমাদের পাঠায়, আর আমরা চমকিত, আনন্দি, উৎফুল্ল হই। আমরা আঁকতে না পারি, আমাদের ছেলে তো পেরেছে।

  • লতা ভট্টাচার্য ৷

    দারুণ তিতাস মানে বিতান তো ছোটোবেলা থেকেই খুব ভালো ছবি আঁকতো ৷ এখন তা আরো পরিপূর্ণতা পেয়েছে ৷এগিয়ে যা তিতাস !

  • সৌরভ সেন

    অসাধারণ। কিছু বলার নেই। ছবিটাই সব বলে দেয়।

  • Rini Basu

    ভীষণ সুন্দর ছবি একেঁছো বিতান। শিশুটির চোখের জলটুকুও কি নিখুঁত। আমি জানতাম যে তুমি ভালো ছবি তোলো। আমার বন্ধু ও তোমার মা মণিদীপার যে কটা ছবি তুলেছো সব কটাই ক্লাসিক। কিন্তু তুমি যে এত সুন্দর ছবিও আঁকো সেটা প্রথম জানলাম। সত্যি, কত গুন তোমার। শ্রী কৃষ্ণ তোমার মঙ্গল করুন।

  • Apurba Sarkar

    বিতানের আঁকা ছবি আগে দেখেছি। সবগুলোই সুন্দর। এভাবে এগিয়ে যাও। তোমার হায়দ্রাবাদ অফিসে করুণ যাদব বলে একজন আছে। ব‍্যাঙ্গালোরে আমার প্রতিবেশী ছিল। পরিচয় করবে। তোমার জীবনে বহুমুখী প্রতিভার সাফল্য কামনা করি।
    অপূর্ব সরকার

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!