কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ্য – শ্রাবণী বসু
কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ্য
শ্রাবণী বসু
বাতাসে তরঙ্গে মাটিতে কম্পনে
মিশে আছো তুমি।অথচ-
চোখ খুলে দেখতে পাচ্ছিনা,
ডেকে ডেকে সাড়া পাচ্ছিনা।
শ্মশান থেকে ফিরে এলো শবযাত্রীরা
নিঃসীম শূন্যতা ,বিষণ্ণতার মাঝখানে
আয়না ধরেছে স্থির মুখচ্ছবি।
আকাশ যদি মাটিতে নেমে আসে,তবু
ফিরবেনা তুমি- মহামারীর অন্ধকার গহ্বর টেনে নিয়েছে তোমায় মহাসিন্ধুর ওপারে।
বালিশে বিছানায় রেশম সুতোর মতো
লেগে আছে তোমার জাগতিক স্পর্শ
শোক উড়ছে ঝাঁক ঝাঁক পঙ্গপালের মতো।
সারস্বত কলমকে কেউ কেড়ে নিতে পারেনা
সেটাই একমাত্র সান্ত্বনা।
কবিতার কাছে তুমিহীন তোমার
হাজারো কথার মুকুল ঝরছে ।
আমরা কুড়িয়ে রাখছি একে একে।
*********************************
শ্রাবণী বসু পরিচিতি:
পেশা শিক্ষকতা। কবিতা যাপনে যে সুখ পান,তেমনটি আর কোথাও পাননা। আর সেই কারণে কবিতা পাঠ করার সাথে সাথে লেখালিখি চলতে থাকে। প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ: দ্বিপ্র...