স ম্পা দ কী য় – পৌষ সংখ্যা ১৪২৯ “পার্বণী”
স ম্পা দ কী য়
পৌষ সংখ্যা ১৪২৯ “পার্বণী”
পৌষ মাসকে ধরা হয় সৌভাগ্যের মাস হিসেবে। কথায় আছে কারও পৌষ মাস...! বাঙালীর কাছে পৌষ মাস যেন পার্বণের মাসও। দীর্ঘ দহনবেলার পর,ঝড় বৃষ্টি, বন্যা,বজ্র গর্জন, মেঘ কালো করা বর্ষার পর,এ যেন একটু স্বস্তির সময়। বারো মাসে তেরো পার্বণের দেশে পৌষ যেন আনন্দ আর আলোর ভরা ধরণীতল। নরম শীতের উষ্ণ রোদ্দুর মাখা,মাঠে মাঠে সবুজ ফসল,শাক সব্জি,স্বস্তি বাজার দরেও। কুলায় ফেরার পৌষ মাসের,পৌষালী সংখ্যার নামেও তাই এরই প্রতিফলন ঘটেছে। কুলায় ফেরার এই বিশেষ সংখ্যার নাম করা হয়েছে "পার্বণী"। নানান রঙ,নানান স্বাদে আমরা পাঠক/পাঠিকার কাছে পৌঁছাতে চেষ্টা করছি এই পার্বণী সংখ্যায়।
পৌষকাল টি সুন্দর হলেও আমাদের যাত্রাপথ কিন্ত মসৃণ হয়নি আজও। বলা যায়,আমাদের 'পথে পথে পাথর ছড়ানো...'।একটি পত্রিকা সুষ্ঠু ভাবে চালাতে শুধু অক্লান্ত পরিশ্রম,উৎসর্গকৃত মানসিকতা,সম্মিলিত প্রয়াস,নিবেদিত প্রাণ লেখকগোষ্...