গল্প বলিয়ে – হেক্টর হিউ মুনরো (অনুবাদ) : ব্রততী সেন দাস
গল্প বলিয়ে - হেক্টর হিউ মুনরো (অনুবাদ)
ব্রততী সেন দাস
সে এক ভীষণ গরমের দুপুর,রেলের কামরার! ভেতরেও একই রকম গরম। পরবর্তী স্টেশন টেম্পলকম্ব। প্রায় এক ঘন্টার রাস্তা। কামরায় যাত্রীরা হলো একটি ছোট মেয়ে,তার থেকেও একটা ছোট আর একজন মেয়ে এবং একটি ছোট ছেলে। এদের মাসি কোনার দিকে একটা সিট দখল করে বসেছে ৷ ঠিক উল্টোদিকে,দূরের যে কোনার সীট,সেখানে একজন অবিবাহিত যুবক বসেছে। যুবকটি আগের দলটির অচেনা। বাচ্চাগুলো কামরাটা সরগরম করে রেখেছে। মাসি এবং ওদের কথোপকথন ভীষণরকম একঘেয়ে। যতই অগ্রাহ্য করা যাক ওরা নাছোড়বান্দা মাছির মত দৃষ্টি আকর্ষণ করছিল। সব কথার শুরুতে মাসির “করো না” আর বাচ্চাদের শুধু “কেন?” পুনরাবৃত্তি হয়ে চলেছিল। যুবকটি শুধু কোন কথা বলছিল না।
“কোরো না সিরিল,কোরো না” মাসি চিৎকার করে উঠল। বাচ্চা ছেলে সিটের কুশনে দমাদম মারছিল গাদা ধুলো উড়িয়ে।
“এসো,দেখ তো জানালা দিয়ে কী দেখা যায়”,শিশুটি অনিচ্ছা...