Shadow

ফুলেল ফাগুনে – গ্রিন্ডেলিয়া ভট্টাচার্য্য

ফুলেল ফাগুনে

গ্রিন্ডেলিয়া ভট্টাচার্য্য

শিল্পী গ্রিন্ডেলিয়া ভট্টাচার্য্যঃ

গ্রিন্ডেলিয়া পেশায় একজন শিক্ষিকা এবং স্বশিক্ষিত শিল্পী। চিত্রকলায় শৌখিনতা তার সৃজনশীল কাজের একটি দিক। প্রকৃতির প্রতি অনুরাগ তার চিত্রকলায় ফিরে আসে বারবার। অভিনয়ের সাথে ইনি একজন সমাজসেবিকাও। বিভিন্ন সংস্থা যেমন “হিতৈষিণী”,“দ্য ক্যান্সার ফাউন্ডেশন অফ ইন্ডিয়া”, “আমেরিকান ক্যান্সার সোসাইটি”র সাথে ইনি যুক্ত রয়েছেন। “স্কোপ” একটি সামাজিক সংস্কৃতি সংস্থা। এই সংস্থার সভাপতির পদে থাকাকালীন নিম্নমধ্যবিত্ত শিশুদের এবং প্রবীণ নাগরিকদের জন্য কলকাতা পুলিশের সঙ্গে একসাথে কাজ করেছেন। বিভিন্ন পত্রিকা যেমন “দ্য টেলিগ্রাফ”, “ফেমিনা”য় এনার লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে থিয়েটার, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন কলাশিল্প নিয়ে কাজ করছেন।

6 Comments

  • প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়

    অনেক সৃষ্টির মধ্যে একটি। মন ভরে গেল। কুলায় ফেরা-র পাতায় শিল্পীর এমনই আরও অনেক সৃষ্টি দেখতে পাওয়ার আশা রাখলাম।

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!