রবীন্দ্রনাথ মোনোক্রম আর্টে
শিল্পী – ভীষ্মদেব ব্যানার্জ্জী
শিল্পী পরিচিতিঃ
উদ্ভিদবিদ্যার মেধাবী ছাত্র ভীষ্মদেব ব্যানার্জ্জীর জন্ম, ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের এক অভিজাত পরিবারে। শৈল্পিক পরিমন্ডলে বড়ো হওয়ায়, সহজাত দক্ষতা থেকেই পেন্সিল স্কেচ, সস পেন্ট এবং অয়েল পেন্টিং-এর প্রতি অনুরাগ তরান্বিত হয় শিল্পীর। প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে নিত্যনতুন শিল্পসৃষ্টির তাগিদেই এই মোনোক্রোম আর্টে উৎসাহিত হন।
কোলাজের ভিন্নতর রূপ এই মোনোক্রোম আর্ট। কোলাজে যেমন বিমূর্তভাব প্রকট, মোনোক্রোম আর্টে থাকে আনুপুঙ্খিক বর্নণার আধিপত্য। স্বভাবতই, শ্রম ও মনোনিবেশের একটু বেশীই প্রয়োজন হয় এই শিল্প কলায় ।।
খুব সুন্দর–প্রয়াণ দিবসে রইল প্রণতি খানি🙏🌹🙏
Dhonyobad 🙏
কবির প্রয়ান দিবসে এই ছবি খানি ভালো লাগলো । আর্ট সম্মন্ধে বেশি বুঝি না কিন্তু কবির মুখের গভীর চিন্তার ভাব আর মনের ভেতরে ডুবে থাকার অভিব্যক্তি বড়ো সুন্দর ফুটেছে ।
Dhonyobad. Theoretical knowledge amaro kom.. oi expression ta relatable korar chesta kori sudhu.
অসাধারণ সৃজনী। শিল্পী কে কুর্নিশ জানাই
Best wishes
Its reminds me of famous conversation between young Einstein and his professor about defination of light and darkness.
Darkness is just absense of light.
You can study light..you cant study darkness.
The exact analogy been expressed through this painting.
Want to see more of this kind of painting.
Best wishes,
Palash,
Trichy,tamilnadu
Oshadharon 👌
awsmmm.
খুব ভাল লাগল।
অনবদ্য শৈল্পিক ভাবনা র প্রকাশ!!!!শিল্পীকে অভিনন্দন!!
Realism a soilpik bhabnar obokash kom.. tobuo prochesta.. dhonyobad 🙏
অনবদ্য! আপনার সৃজনী প্রতিভায় মুগ্ধ হলাম। আন্তরিক অভিনন্দন! বাইশে শ্রাবণে বিশ্বকবিকে অন্তরের গভীর অনুরাগে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি।
Onek dhonyobad 🙏
Fine art sombondhe amar dharonao khub seemito, tobuo prochesta matro.. Dhonyobad🙏
এক কথায় অনবদ্য
Appurbo hoeache