**************************************************
সন্দীপ মুখার্জী পরিচিতিঃ
কলকাতা নিবাসী এই শিল্পী, বিমূর্ত শিল্পকে নিজের মনের ভাবনার রঙে রাঙিয়ে, রং ও রূপের মাধ্যমে উপস্থাপন করেন। শিক্ষা গ্রহণ করেছেন চারু ও কারু কলা বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে। ইন্ডিয়ান পেইন্টিং বা অবন ঠাকুর, নন্দলাল বসুর ঘরানার ছাত্র হয়েও, পরবর্তীতে ঘরানার গন্ডী পেরিয়ে বিমূর্ততার মাধ্যমে রঙ, রূপ, সুর ও কথার মেলবন্ধনে মগ্ন একদা বাণিজ্যিক বিজ্ঞাপন জগতের আধিকারিক এই শিল্পী।
শবরী – সন্দীপ মুখার্জী
7 Comments
Comments are closed.
সন্দীপের রঙ-তুলি আবারও মুগ্ধ করলো !!!
????
এই শিল্পীর ছবি কথা বলে….এতটাই প্রাণবন্ত। অপূর্ব…?????
আহা !! অপৃর্ব !!!
Ashonkhyo dhonnyobad Debolinadi apnake ei sommaner jonno.. ????
????
Oshadharon legeche Dada. Darun darun ?