Shadow

আমাদের সম্পর্কে

আমরা যারা একসময় লিখতাম, হয় পেশাদার, অথবা ভালোলাগার জন্য। লিখতাম ,বা যারা লিখব বলে ভাবতাম, যারা গান গাইতাম সবার জন্য, অথবা কেউ কেউ নিজের জন্য নিজের মধ্যে। যারা ছবি আঁকতাম ক্যানভাসে, কাগজে অথবা মনে মনে। কেউ কেউ যারা সিনেমা তৈরি করে ফেলতাম ভাবতে ভাবতে। যারা ফটো তুলতাম কিন্তু কোনদিন ছাপা হবে তা ভাবতাম না, অথচ মনের কোনে স্বপ্ন একটা ছিল – আমাদের সৃষ্টি করা সবকিছু প্রকাশ তো হতে পারে ! যারা এতদিন কর্মক্ষেত্রের নানান জ্যামিতিক আকারের মধ্যে ঘুরে বেড়িয়েছেন, এখন ঘুরছেন ,অথবা যারা তৈরি হচ্ছেন, সবার মধ্যেই সৃষ্টিশীলতা রয়েছে । নন্দনতত্ত্ব সবার মধ্যেই আছে । কেউ মগজের রান্না করে তা পরিবেশন করেন, কেউবা হেঁসেলে।
কে যেন একবার কানে কানে বলেছিল – “লেখার জন্ম হয় কিভাবে জানিস, যেভাবে মাতৃজঠরে একটু একটু করে ভ্রুণ বেড়ে ওঠে ,তারপর সন্ধিক্ষণে তার জন্ম হয় ধরা ভূমে” ! তেমনি জন্ম হয় সাহিত্যের, সংগীতের, চিত্রকলার। আমাদের প্রচেষ্টা “কুলায় ফেরা” webzine , তাদের বিকশিত করার জন্য, যাদের সৃষ্টি এতোকাল  স্বপ্নে ছিল, মননে ছিল, স্বভূমে জন্ম নেয়নি । হয়তো আপনিও তাদের মধ্যে একজন !
error: বিষয়বস্তু সুরক্ষিত !!