শিল্প নৈপুণ্য (প্রথম)
শিল্পীঃ শালিনী নন্দী
আমরা দৈনন্দিন কাজের চাপে নিজেদের যেসব প্রতিভা, শখ হারিয়ে ফেলছি, সেগুলোকে নতুন করে জাগানোর সময় এসেছে। রান্না করার শখ, ছবি আঁকার শখ, হাতের কাজ, গল্প লেখা, কবিতা লেখার শখ নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে মানুষের মধ্যে।
এটা, একটা সাধারন কাঁচের বোতল কে, কারুশিল্পের ছোঁয়া দেবার প্রচেষ্টা। টিসু পেপার, ছোলার ডাল, পেস্তা বাদাম-এর খোল, ফেভিকল – এই দিয়ে বোতলটিকে সুন্দর ও নতুন রূপ দান করা যায়। বোতলটির গায়ে ফেভিকল লাগিয়ে টিসু পেপার জড়িয়ে, ছোলার ডাল গুলো সুন্দর ডিজাইন করে লাগিয়ে তার পাশ দিয়ে টিসু পেপার রোল করে লাগিয়ে দিতে হবে। পেস্তা বাদামের খোল দিয়ে বোতলটির সৌন্দর্য বৃদ্ধি করা যেতে পারে। শেষে বোতলটিকে কালো রঙ করে metallic brown colour দিয়ে highlight করলেই বোতলটির রূপ দ্বিগুণ বেড়ে যাবে।
************************************************
এটি একটি কাগজের তৈরী বাইক। খবরের কাগজ তো আমাদের সবার বাড়িতেই থাকে। সেই খবরের কাগজকে রোল করে ফেভিকল দিয়ে জুড়ে জুড়ে বাইকের আকার দেওয়া হয়েছে। তারপরে তার ওপরে কালো রঙ করে metallic brown colour দিয়ে highlight করা হয়েছে।
**************************************************
শালিনী নন্দী পরিচিতিঃ
শালিনীর জন্ম ও বড় হয়ে ওঠা পুরোটাই প্রাণের শহর, ঐতিহ্যের শহর চন্দননগরে। সেন্ট অ্যান্থনী স্কুল, চন্দননগর থেকে মাধ্যমিক ও সেন্ট জোসেফ কনভেন্ট, চন্দননগর থেকে আই এস সি (ISC) পাশ করার পর বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, হাওড়া থেকে অঙ্কে অনার্স নিয়ে স্নাতক হন। অবসর সময়ে গান শুনতে আর সিন্থেসাইজার বাজাতে ভালবাসেন। ছোটবেলা থেকে ছবি আঁকার শখ। সেই শখটাকে এখন নিজের পেশা হিসেবে বেছে নেবেন বলে বর্তমানে Arena Animation এবং Multimedia তে মনোনিবেশ করেছেন। ছবি আঁকা ও কারুশিল্পের পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতে ভালবাসেন। মাঝে মাঝে সময় পেলে অয়েল পেন্টিং ও করেন। এছাড়াও আরও একটা শখ আছে, নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে চর্চা ও কেক বানাতে খুব ভালবাসেন। এই সমস্ত চর্চা ও ভালোলাগা নিয়ে শালিনী দিব্যি আছেন।
Excellent!!
খুব সুন্দর। শালিনীর উদ্ভাবনী শক্তি প্রশংসনীয়।
Asadharon..keep it up
যুগান্তরের সাথে সাথে, কালের নিয়মেই, নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিবর্তন ঘটেছে অবন ঠাকুরের মূল “কাটুম কুটুম”-এরও। সেই বিবর্তনেরই সাক্ষী হিসেবে আমরা ” কুলায় ফেরা”র পাতায় পেলাম ফেলে দেওয়া, প্রয়োজন- ফুরনো একটি বোতলের অঙ্গসজ্জার মাধ্যমে তৈরী বা পুরনো খবরের কাগজকে নবরূপে সাজিয়ে তোলা, দুটি অপরূপ শিল্পকর্ম ! শিল্পীর জন্য রইল অজস্র অভিনন্দন !!
Very innovative