কুলায়ফেরা নিবেদন করতে চলেছে তার প্রথম শারদ অর্ঘ্য “কাশবন”। “কাশবন“-এ প্রকাশিত হবে কবিতা, গল্প, প্রবন্ধ, রম্যরচনা ছাড়াও আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশনের ভিডিও ক্লিপ। কুলায়ফেরা-র সকল অনুরাগীর কাছে বাংলা কবিতা আবৃত্তি, বাংলা সঙ্গীত পরিবেশন বা, বাংলা কবিতা বা সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশনের ভিডিও ক্লিপ, বাংলা কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ইচ্ছুক সকলকে আগামী ১০/১০/২০২০-র মধ্যে কুলায়ফেরা-র মেল আইডি তে তাঁদের প্রকাশিতব্য বিষয় সমূহ পাঠাতে হবে। ১০/১০/২০২০-র পরে পৌঁছনো কোনো মেল কাশবনে প্রকাশের জন্য বিবেচিত হবে না।
কবিতা- গল্প – প্রবন্ধ ইত্যাদির ক্ষেত্রে ওয়ার্ডে ইউনিকোড ব্যবহার করা বাঞ্ছনীয়। ছবি-র ক্ষেত্রে জেপিইজি এবং ভিডিও-র ক্ষেত্রে এমপি-ফোর (.mp4) ফর্ম্যাটে পাঠাতে হবে।
দুর্গোৎসব অথবা শারদ সংক্রান্ত ফোটোগ্রাফ, পেন্টিং, কোলাজ বা স্কেচ বা ক্রাফট প্রকাশে ইচ্ছুক সকলকেই প্রকাশিতব্য বিষয় জেপিইজি(.jpg) ফর্ম্যাটে পাঠানো আবশ্যিক বলে জানানো হচ্ছে। অন্যথায় গ্রহণযোগ্য নয়।
আমাদের ইমেলঃ [email protected]।
সাবজেক্টঃ ‘শারদীয়া সংখ্যার জন্য প্রবন্ধ / কবিতা’।
শিল্পী/লেখিকা / লেখকের পরিচিতি এবং ফোন নম্বর থাকা আবশ্যক।
নমস্কারান্তে,
সম্পাদক।
কুলায় ফেরা।