আগমনী
কলমে — নীতা সরকার
আশ্বিনের আকাশে দিগন্ত বিস্তৃত
পেঁজা তুলোর মেলা।
মাঠ ভরা সোনালী শস্য
ইতঃস্তত বিস্তৃত কাশফুলের সমারোহ।
বাতাসে দোদুল্যমান কাশফুল, সোনালী শস্য।
প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে।
যেন মনে হয় আগমনীর সুর বাজে।
মা আসছেন মর্ত্যধামে সঙ্গে আছে
লক্ষী- গণেশ, কার্তিক – সরস্বতী।
মার আগমনে আনন্দে মেতে উঠেছে মর্ত্যলোক
মর্ত্যবাসী দুঃখ- বেদনা ভুলে
মার পুজোয় নিজেকে উৎসর্গ করে।
এই আনন্দে জাতি- ধর্ম ভেদাভেদ নেই।
হিন্দু – মুসলিম,বৌদ্ধ – খৃষ্টান
সবাই এই উৎসবে সামিল হয়।
বিদায় বেলায় বিষাদের সুর বাজে।
মন ভারাক্রান্ত, চোখের জলে
মাকে বিদায় জানায় মর্ত্যবাসী
বলে — আসছে বছর আবার এসো “মা”।
***********************************
নীতা সরকার পরিচিতিঃ চন্দননগর হুগলির নিবাসী। বিজ্ঞানে স্নাতক,বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। একজন বাচিক ও বাটিক শিল্পী। গানে ভোকাল সঙ্গীতের সিনিয়র ডিপ্লোমা করেছেন। কবিতা লিখতে ও আঁকতে ভালোবাসেন। কখনো বা বৃক্ষ রোপন করেন।