Shadow

আমার ‘ আমি ‘ – তীর্থঙ্কর সান্যাল  

 

PC: মা Samprotik Deshkal

আমার ‘ আমি ‘

তীর্থঙ্কর সান্যাল  

রাতের অন্ধকার যখন শেষ হবে,
ভোর হবে  সূর্যোদয়ের সোনালী আলোকে,
মনের যত জটিলতা সরিয়ে, সরলতা  খুঁজে পাবে-
মন- প্রাণ- বোধ- দেহ, আত্মার  আলিঙ্গনে।

শুভ্র চিন্তা শূন্য ঘরে আনাগোনা করে,
বিবিধের মাঝে যেন মিলন সাধনে,
আকাশে পাখির ঝাঁক উড়ে চলে দূরে-
ডানায় ডানায় স্বাধীনতার বার্তা নিয়ে।

শরতের নীল মেঘ, পেঁজা তুলোর মতো ভাসে,
শিউলি সুবাসে  বাজে আগমনী সুর
আকাশ বাতাস মুখরিত হয়
শূন্য থেকে ধীরে ধীরে পূর্ণতার পথে।

আমার ‘ আমি ‘কে আমি  খুঁজে যাই খুঁজে যাই।,
অন্বেষণে,পা বাড়াই নিরুদ্দেশের পথে,
সকল বাধার শিকল আর সুখ অতিক্রম শেষে।
অহং ব্রহ্মাস্মি মন্ত্রে দীক্ষিত হতে।।
—————————————————–

তীর্থংকর সান্যাল : ছাত্র – রামকৃষ্ণ মিশন।
শিক্ষাগত যোগ্যতা: এম.কম, এম এ (সাইকোলজি) , এ সি এম এ (কস্ট অ্যাকাউন্ট্যান্ট) ও এ সি এস (কোম্পানি সেক্রেটারি)
রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথানন্দ দ্বারা দীক্ষিত। মা ও বাবা স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষক-শিক্ষিকা।
পেশা : বহুজাতিক কোম্পানির সিইও ও মেন্টর ছিলেন। বর্তমানে হিউম্যান সিগমা ম্যানেজমেন্ট কনসালট্যান্সি সংস্থার সিইও।
লেখালেখি,গান ও সমাজসেবায় নিজেকে ব্যাস্ত রেখেছেন।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!