কপাল
সুজয় কুমার দাশ
লাল ভূমধ্যরেখা উবে গেছে,
শুধু পড়ে আছে সামান্য স্মৃতি ।
ঘন রেশমি চুলের দু-একটি কুঁচো
তিরতির করে কাঁপছে তোমার কপালে ।
সে তো কাঁপারই কথা ।
রংচটা ইতিহাস ভেঙে প্লাক করা ভ্রূ,
দেরাজভর্তি আধুনিকতা, রূপালি জেল্লা,
তিনইঞ্চি হাইহিল, সোনালী ফ্রেমের গগলস ;
সে তো হওয়ারই কথা ।
শত সহস্রের দৌলতে চাঁদ উঠেছে
তোমার কপালে ।
তেরছা চোখে ঘুরছে ফিরছে
আর পুড়ে মরছে বঙ্গপুরুষ ।।
**********************************
সুজয় কুমার দাশ