” চিঠি “
কঙ্কণা সেন
কৃষ্ণচূড়া পাঠায় চিঠি
গভীর অনুরাগে
থাকবে তুমি আমার পাশে
চিরজীবন তরে?
চিঠি খুলে রাধাচূড়া
মিষ্টিমধুর হাসে
এখনো কী বোঝ নি তুমি
আছি তো পাশে পাশে!
তাই তো দেখি যেতে যেতে
পথের ধারে সারি
লাল হলুদে মাখামাখি
গভীর মিতালি।
কৃষ্ণ কয় ফিসফিসিয়ে
রাধার রূপে পাগল
ওগো রাধা ঝরে যেও না
একই সাথে র’ব
রাধা হলো কৃষ্ণপ্রাণা
উন্মাদিনী রাই
তোমায় ছেড়ে কোথাও আমি
কি করে যে যাই!
থাকবো দোঁহে,অপার মোহে
ছাড়ব না বঁধু মোর
বিরহজ্বালা অনেক সয়েছি
রইবে বাহুডোর।।
****************************
“হৃদয়েই আছো তুমি”
কঙ্কণা সেন
এক ঝাঁক কুয়াশায়
মন ছোটে দুরাশায়
পথের বাঁকে আছো তুমি
চলি শুধু ভরসায়।।
রোজ ভাবি পেরবোই
এক রাশ হতাশা
ধরা বুঝি দেব না
তবু সে করে গ্রাস।।
তুমি শুধু ভরসা
ছাইচাপা আগুনে
বুকের ওঠানামা
এই বুঝি থামবে।।
কি-ই বা ক্ষতি হবে বলো
আমি যদি থেমে যাই
নদী তো বয়েই যাবে
বুকে নিয়ে ঘোলা জল।।
আরো কেউ লিখবে
ক্ষুধা চেপে কাব্য
অভাবের গলা টিপে
ছাপবে প্রেমের গল্প।।
তবু,,,,,,তবু কেন ভেবে যাই
তুমি আছো,থাকবেই
না পাওয়ার জ্বালা বুঝি
নিভবেই নিভবে।।
তোমাকে দেখিনি তো —-
তবু দেখি কত রূপ!
হৃদয়েই আছো তুমি
ভাববোই ভাবব।।
**************************
কঙ্কনা সেন পরিচিতি: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ। ছোট থেকেই কবিতার প্রতি ভালোবাসা। বিশ্বাস মানবতায়। পেশা-শিক্ষকতা।