Shadow

বদ্ধ ঘরে কেবল বাঁচা-অর্চনা মহান্তি

PC: Medium

বদ্ধ ঘরে কেবল বাঁচা

 অর্চনা মহান্তি

বদ্ধ ঘরে কেবল বাঁচা,একেই নাকি জীবন বলে!
মন ময়ূরী নাচছে নাতো ঘড়ির কাঁটা কেবল চলে
উদাস সকাল,উদাস দুপুর
ঘুমিয়ে আছে পায়ের নুপূর
মন যমুনায় জোয়ার কোথায়? বালির চড়া বুকের তলে।

সূর্য ওঠে নিয়ম মতো,
তবু কোথায় আলোর আশা?
অষ্টপ্রহর চোখের পাতায় কালো ঝালর সর্বনাশা
বিরাম বিহীন অন্ধকার
নেইতো খুশির উপচার
গরমিলেতে হাপুসনয়ন,নেইতো কোন সুখের ভাসা।

পদ্মপাতায় প্রাণের ফোঁটা অস্থিরতায় কেবল টলে
পাপড়ি মেলে সকালগুলো একটি উঠোন চোখের জলে
আকাশ ডাকে আ চই চই
পাখির এখন পাখনাটা কই
ঢাকছে গোপন কষ্টগুলো মিথ্যে-মেকি হাসির ছলে
বদ্ধ ঘরে কেবল বাঁচা,একেই নাকি জীবন বলে!
********************************

অর্চনা মহান্তি পরিচিতি: বাঁকুড়া জেলার হিড়বাঁধ গ্রামে জন্ম। বাবা শ্রী ফণীভূষণ মহান্তি,মা শ্রীমতী সরোজিনী মহান্তি। পারিবারিক ভাবে সাহিত্য পাঠের সুন্দর পরিবেশে বড় হওয়ায় খুব ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী। কলেজ জীবনে লেখায় হাতেখড়ি।
তিন বছর আগে অসুস্থতার অবসাদ কাটাতে আবার কলম হাতে তুলে নেওয়া। ছন্দ,গদ্যকবিতা ও ছড়ায় সাবলীল ভাবে লেখা তিন বছরের ফসল এক হাজারেরও বেশি কবিতা,কয়েকটি গল্প ও রম্য রচনা। তারই কিছু বহু প্রশংসিত কবিতা দিয়ে বই ‘উত্তরণ’ প্রথম প্রয়াস।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!