ভার্চুয়াল
পারমিতা গাঙ্গুলী
এসো এভাবেই আমরা পরস্পরকে ছুঁয়ে থাকি
অদৃশ্য অবয়বহীন অথচ অমোঘ কিছু নিয়তির মত।
আলোআঁধারি পথ বেয়ে হেঁটে চলি দিনরাত
সত্য এবং মিথ্যার ঠিক মাঝখান দিয়ে।
তোমার জানলা জুড়ে মেঘ আমার জানলা বেয়ে বৃষ্টি
ওদেরও দেখা হয়না কতদিন !
পাহাড়ের ঢাল বেয়ে ক্রমাগত পিছলে যাওয়া রোদ
কিংবা ঈষৎ হেলে পড়া গাছের সারি….
নৈকট্য চেয়েছিল সবাই।
শুধু চাওয়া পাওয়ার মাঝে এই যোজন দূরত্ব
আন্দাজ করেনি কেউ।
যেমন ভাবোনি তুমিও কোনদিন
রাতের আকাশ জুড়ে জ্যোৎস্না নয় ….
খেলা করবে দৈর্ঘ্যায়িত তরঙ্গেরা
তারাই বহন করবে তোমার সুখ দুঃখ হাসি কান্না।
তুমি ..আমি …আমরা সবাই কেবল দাঁড়িয়ে দেখব
কিভাবে জমানো আদর হাত ছাড়িয়ে ছুটে যায়
এঁকে বেঁকে শহরের অলিগলি ফাঁকফোকর পেরিয়ে।
ছুটতে ছুটতে সেও দাঁড়াবে একদিন
একলা এক মাঠের মাঝখানে ।
খোলা আকাশের নীচে সেখানেই
হয়তো আজ সত্যি বৃষ্টি নেমেছে….হয়তো বা !
*************************************************
পারমিতা গাঙ্গুলী পরিচিতিঃ গত একত্রিশ বছর জীবনবীমাকর্মী। ছোট থেকে বই পড়ার নেশা। কবিতার সঙ্গেও সেই তখন থেকেই বন্ধুত্ব। স্বামী এবং একটিমাত্র কন্যা সংসার বলতে এই।এর বাইরেও একটি NGO র সঙ্গে যুক্ত। যত কমই হোক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে ভাল লাগে ।