Shadow

রাত্রির ইতিহাস – সুরভী চট্টোপাধ্যায়

PC – Jugantor

রাত্রির ইতিহাস
 সুরভী চট্টোপাধ্যায়

আমি মাথা নিচু করে পড়ছিলাম রাত্রির ইতিহাস
বিজ্ঞাপনের মতো উঠে আসছিল ধ্বংসের ছায়াগুলো
আমি নিরীক্ষণ করছিলাম
আর ঢেউ হারিয়ে ফেলছিল নিজেকে
দামাল সাগরের বুকে বিকলাঙ্গ শিশুর মতো।

যুদ্ধের পালক পুড়িয়ে তুমি কয়েকটি বর্ণ লিখেছিলে
আর আমরা তলানিতেও খড় যুগিয়েছিলাম
পর্যবেক্ষক দল ফিরে গেছে
ঘষা কাঁচে ব্যস্ত প্রত্নতাত্ত্বিকেরা..

নিয়ম মেনে আমরা করছি এসব হাওয়ার রাস্তা ধরে
কতগুলো আঙ্গুল ছিঁড়ে পড়ে আছে সুবর্ণরেখার ধার ঘেঁষে
পশ্চিমে সরে যাচ্ছে মাথাগুলো
এবং সুবর্ণরেখাও হাত ধুয়ে নিয়েছে এত রক্ত মেখে
কয়েকটি হাঁস শুধু ভেসে যাচ্ছে মুগ্ধ রূপ নিয়ে…
*******************************************
কবি পরিচিতি – সুরভী লেখালেখির চেষ্টা করতে ভালোবাসে। এর মধ্যে বেশ কিছু পত্রপত্রিকায় তাঁর লেখা বেরিয়েছে,নিজের লেখাকে সকল পাঠকের মধ্যে পৌঁছে দেওয়াই তাঁর স্বপ্ন।

1 Comment

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!