Shadow

জীবনের দর্শন – অর্চনা মহান্তি

PC: wallpaper safari

জীবনের দর্শন

অর্চনা মহান্তি 
———————————

দুর্বলতার কোন ঠাঁই নেই আমার নিজস্ব মানচিত্রে
মৃত্যুর গন্ধগুলো বড় চেনা চেনা
আসে-যায়,যায়-আসে
সঙ্গে করে নিয়ে গেলেও তেমন কোন ক্ষতি নেই একান্তের।
অপরপক্ষে দুর্বলতা বেআব্রু হয়ে জায়গা দখল করে আছে সার্বজনীন মানচিত্রটায়
সেখানে প্রতিটি তুচ্ছ আশঙ্কাই চরমবিন্দু,ভয়ানক মৃত্যুহিম দুর্ভাবনায়।
এই বোধহয় হৃদয়ের বন্ধন
এই বুঝি মায়ার জগৎ
যার মোহে আমরা মৃত-সঞ্জীবনী মন্ত্র আওড়াই মনে মনে অহর্নিশি
ডানার আড়ালে লুকিয়ে রাখতে চাই জীবনের ওম,নিজের ঠোঁটও
কামনা করি মানচিত্রের সার্বিক কুশল।
******************************************

অর্চনা মহান্তি পরিচিতি: বাঁকুড়া জেলার হিড়বাঁধ গ্রামে জন্ম। বাবা শ্রী ফণীভূষণ মহান্তি,মা শ্রীমতী সরোজিনী মহান্তি। পারিবারিক ভাবে সাহিত্য পাঠের সুন্দর পরিবেশে বড় হওয়ায় খুব ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী। কলেজ জীবনে লেখায় হাতেখড়ি।
তিন বছর আগে অসুস্থতার অবসাদ কাটাতে আবার কলম হাতে তুলে নেওয়া। ছন্দ,গদ্যকবিতা ও ছড়ায় সাবলীল ভাবে লেখা তিন বছরের ফসল এক হাজারেরও বেশি কবিতা,কয়েকটি গল্প ও রম্য রচনা। তারই কিছু বহু প্রশংসিত কবিতা দিয়ে বই ‘উত্তরণ’ প্রথম প্রয়াস।


error: বিষয়বস্তু সুরক্ষিত !!