জেল থেকে লেখা চিঠি
অনুপ ঘোষাল
ন’টা গুলির পর মাথায় হাঁসুয়ার কোপ ।
ডান চোখটা ঠিকরে মিশে গেছে অন্ধকারে।
পিছমোড়া করে ফেলে গেছে কেউ।
দুটো লাঙল,আধপেটা ঘর
আর ছিল,ভোটের লিস্টে নাম ।
মেয়েটা সবে ক্লাস ফোর।
ঠায় দাঁড়িয়ে। কাঁদছে না।
জেনেছে,বাবার আর বয়স বাড়বে না।
কত রকম ভাবে চুপ করা শেখা যায়!
একবার ওর কাছে যেতে দেবে, ওয়ার্ডেন!
কৃষ্ণচূড়া তো এখনও রক্তসম্ভবা নয়!
অগ্নিসম্ভবা তো নয় দেশওয়ালী গান!
একবার যেতে দাও।
টিপাই নদীর খাঁড়ি,শালুকখালির চড়া
মেহুলের বৃষ্টিডোবা যুদ্ধক্ষেত্র চিনিয়ে আসি।
একটা জিতে যাওয়া চাঁদ
একটা জিতে যাওয়া নদী আর-একটা যুদ্ধহীন পৃথিবীর জন্য।
**************************************
অনুপ ঘোষাল পরিচিতি
পঃ বঙ্গ সরকারের একজন সাধারণ কর্মচারী। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরির পরীক্ষা এবং অবশেষে চাকরি। এর মাঝে হঠাৎ করেই যে কিভাবে আর কবে থেকে লেখালেখি করতে শুরু করেছি, তা আজ আর মনে নেই। তবে,প্রথম লেখা স্কুল ম্যাগাজিনে। ছোট থেকেই আনন্দমেলা,শুকতারা,চাঁদমামা,কিশোরভারতী…এসব পড়েছি প্রাণ ভরে। এখনও পড়তেই ভালোবাসি। আর ভালবাসি চারপাশের মানুষ আর প্রকৃতি। কবিতার প্রতি ভালোবাসা আছে,কিন্তু কোথাও লেখা পাঠাতে অসম্ভব অনীহা। তাছাড়া,বিশ্বাস করি,হয়ত ভুলই,কবিতা বড্ড ভিতরের কথা তার অত প্রকাশের দায় বা দাবী কোনোটাই থাকা উচিত নয়। কবি হিসেবে এটুকুই।