Shadow

জোকার – অঙ্কন দন্ড


জোকার

কলমে – অঙ্কন দন্ড

সার্কাসের ওই জোকারটাকে
নিজের মতই লাগে,
দেখলে তাকে সহানুভূতি
নিজের প্রতিই  জাগে।
পেটের দায়ে লোক হাসাবে 
তাই তো সাজে সঙ্,
কান্নাগুলো হাসির আড়াল
দেখায় নানান ঢঙ। 
আমিও ডুবে আমার রোলে
জীবন নাটক স্টেজে,
সবার সাথে মানিয়ে চলি
নকল সাজে সেজে।
সংলাপটা আমার ঠোঁটের
রাখছে সমাজ লিখে,
অভিনয়ে দক্ষ আমি
নিচ্ছি তুরন্ত্ শিখে। 
ভুল তবু করলে কভু
দিচ্ছে সমাজ চাটি,
মানুষ সাজার অ্যাক্টিং চাই
ষোলো আনাই খাঁটি।
****************************

অঙ্কন দন্ড


অঙ্কন দণ্ড, জন্ম ২০০৩ সালের ২৪শে ফেব্রুয়ারী। বাসস্থান পুরুলিয়া জেলার আদ্রায়। অঙ্কনের লেখালেখির পথ চলা কবিতা দিয়ে। আনন্দবাজার পত্রিকার জেলার পাতা ” ছোটদের পাতা ” শীর্ষক – এ তার স্বরচিত কবিতা নিয়মিত প্রকাশিত হত। স্থানীয় পত্রিকা ” ঊষশী” তেও স্থান পেয়েছে তার কবিতা। এছাড়া নানান গল্প ও প্রবন্ধ লিখে স্থানীয় স্তরে অনেক শুভেচ্ছালাভ করেছে সে। লেখালেখির পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী অঙ্কন। অঙ্কনের রয়েছে ক্রিকেট ও গান এর প্রতি অসীম আগ্রহ।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!