Shadow

নিংড়ে নিই দিন – বিদ্যুৎ পাল

PC – Jugantor

নিংড়ে নিই দিন

বিদ্যুৎ পাল

এভাবে না বাঁচলে আমাদের চলে না যে বস্‌!
কী করব ট্রেন যদি সিগনালে থামে প্রতি ভোরে,
বাস পৌঁছে ফেঁসে যায় বাইপাসে স্ট্যান্ডের জ্যামে?
রিক্সা,অটো,এমনকি টাঙাগুলো জানে দৈনন্দিন,
লাইন দিয়ে দাঁড়িয়ে হর্ণ দেয় রাস্তার ওপারে।
বাচ্চাবুচ্চি,সুটকেস গিন্নির মদতে কোলেকাঁখে,
লাফিয়ে নামি পাথরে,ঢাল বেয়ে দেয়াল টপকে …
কখনো পা হড়কে জবর্দস্ত চোট খায় কেউ,
কখনো চমকে বুঝি আপ ট্রেন কাছে এসে গেছে … 
ধুলোপথে বাড়ি যাই,পরে বেশ ফলাও শোনাই
বেমক্কা সমস্যা থেকে খুঁজে খুঁজে মজার চুটকি।
কাদের বোঝাবে কে,সতর্কতা,আইন-বেআইন?
হিমসিম খেয়ে এই বাঁচামরা সাধে কি সইছি?
নিংড়ে নিই দিন,যাতে আনন্দেরি স্বাদটুকু থাকে।
****************************************

বিদ্যুৎ পাল পরিচিতি
জন্মতারিখ ২৪শে জুলাই ১৯৫২। জন্মস্থান পাটনা (বিহার)। পড়াশুনো সবটাই পাটনায়। চাকরি  ব্যাঙ্কে,বর্তমানে অবসরপ্রাপ্ত। সারাদিনের ব্যস্ততায় শামিল নিজের লেখালিখি,পড়াশুনো,বিহার হেরল্ডের সম্পাদনা,দেশবিদেশের সঙ্গীত শোনা,বইপত্র সম্পাদনা। বিভিন্ন পত্রিকায় কবিতা,গল্প ও প্রবন্ধ (প্রবন্ধটা অবশ্য বাংলা,হিন্দী এবং ইংরেজি,তিন ভাষাতেই লিখতে হয়) প্রকাশিত। আপাততঃ ইংরেজি সাপ্তাহিক ‘বিহার হেরল্ড’এর সম্পাদক,ও বিহার বাঙালি সমিতির মুখপত্র ‘সঞ্চিতা’র যুগ্মসম্পাদক।

1 Comment

  • দীপন মিত্র

    বিদ্যুৎ পালের কবিতা খুব ভালো লাগল। কঠিন একটা জীবনকে কবিতায় নিয়ে আসা বড় সহজ ব্যাপার নয়। কবিতার বাঁধুনিও হয়েছে চমৎকার।

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!