বি ষ ণ্ণ তা
সুবীর গুহ
অকস্মাৎ অন্ধকারে
কবিতার বিষণ্ণ শরীর,
নাড়া দিলে,শব্দ ঝ’রে যায়
যেন পাতার মতন–
সে এক অলস সময়,
প্রতিটি শব্দের কাছে
মাথা নত করেছিল আমার হৃদয়।
মাথার ভিতর থেকে এক একটি
শব্দ ভেঙে ভেঙে যেন
ডুবে যায় নীল বন জ্যোৎস্নায়,অন্ধকারে-
প্রতিটি শব্দের কাছে ঋণী ছিল
আমার হৃদয়।
সেই নীল জ্যোৎস্না মাখা
তোমার শরীর,সেখানেও
ছেয়ে গেছে ছোট বড় তারাদের ভিড়,
সেখানে প্রতিটি কথা
রক্তস্রোতে মিশে যায় শিরায় শিরায়।
প্রতিটি শব্দের ঘ্রাণ ফিরে ফিরে
সাড়া দেয় আমার হৃদয়।।
***************************************
সুবীর গুহ পরিচিতি
জন্ম ১৯৫২ সালে৷ মামাবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে বড়ো হওয়া সুবীর বাবু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক৷ ছোট থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলের ছাপ তাঁকে ক্রমশঃ আকৃষ্ট করে গানবাজনা,খেলাধূলা,সাহিত্য সবকিছুতেই৷ পরিণত বয়সে তার প্রকাশ ঘটে বিভিন্ন লিটল্ ম্যাগাজিনে যেমন-কর্ণ,পথে-প্রান্তরে,চর্যাপদ,আঞ্চলিক দর্পণ ও আরো নানা পত্রপত্রিকায় যা সমাদৃত হয়৷ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যুগলবন্দী’ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আত্মপরিচয় ও অন্যান্য কবিতা’ ইতিমধ্যেই প্রকাশিত এবং যথেষ্ট সমাদৃত৷ তাঁর আরো একটি বই প্রকাশের কাজ চলছে ৷