খেলা
বিদ্যুৎ পাল
তোমাকে তোমার খেলা ঠিক মত খেলে যেতে হবে।
দেখবে নিয়মে জাল,কাদায় জুতোর ভাঙা নাল
খুবলে ধরবে হাঁটু,রেফারির বাঁশি হবে ঝুঠো,
যতক্ষণ খেলা,পুরো মাঠ ধরে রাখতেই হবে।
কথাটা পুরোনো,বহু শিক্ষকেরা বলেছেন,শীতে
পাড়ার কুয়াশা ঢাকা মাঠের বেড়ার কাছে ফিরে,
বলেছেন মাঝেমধ্যে চিনে নিবি গিয়ে স্টেডিয়াম,
এমাঠে খেলার জোর সেই মত বাড়াবি পেশিতে।
স্টেডিয়ামে প্রথম তো,এখনো জানিনা ঠিক,দূরে
দাগগুলো ঠিক কিনা;ওদেরই আঁকন,সবকিছু
মুঠোয় ওদের,এই খেলাটাও খেলাচ্ছে ওরাই।
জিতব ওদের ভূল ধরে নয়,নিজেদের সুরে।
গড়ছি উদ্ভিন্ন সুর,মাঠ ভরা ছন্দে এগোবার –
ছড়াতে পারব গান,ওদের ফাটলে বেঁধে তার?
**************************
বিদ্যুৎ পাল পরিচিতি
জন্মতারিখ ২৪শে জুলাই ১৯৫২। জন্মস্থান পাটনা (বিহার)। পড়াশুনো সবটাই পাটনায়। চাকরি ব্যাঙ্কে,বর্তমানে অবসরপ্রাপ্ত। সারাদিনের ব্যস্ততায় শামিল নিজের লেখালিখি,পড়াশুনো,বিহার হেরল্ডের সম্পাদনা,দেশবিদেশের সঙ্গীত শোনা,বইপত্র সম্পাদনা। বিভিন্ন পত্রিকায় কবিতা,গল্প ও প্রবন্ধ (প্রবন্ধটা অবশ্য বাংলা,হিন্দী এবং ইংরেজি,তিন ভাষাতেই লিখতে হয়) প্রকাশিত। আপাততঃ ইংরেজি সাপ্তাহিক ‘বিহার হেরল্ড’এর সম্পাদক,ও বিহার বাঙালি সমিতির মুখপত্র ‘সঞ্চিতা’র যুগ্মসম্পাদক।