Shadow

ঘুম নেই চোখে – দীপান্বিতা দত্ত

PC: Free Press Journal

ঘুম নেই চোখে 

দীপান্বিতা দত্ত

দাঁড়িয়ে আছি বারুদের স্তুপে
শাসনে শোষণে  জেগে আছে সমাজ
লড়াই সেদিন ছিল,আজ আছে
ভদ্রতার আড়ালে মুখোশ পড়ে
দুঃশাসন দাপিয়ে বেড়ায় চতুর্দিকে
ধর্ষকহাওয়ার বেত্রাঘাতে
ঘুম নেই চোখে,সারারাত ধরে ।
অস্থিরতার দুরারোগ্য ব্যাধিতে 
লড়াই করে বেঁচে থাকতে হয় রোজ
ঘর ছেড়ে বাইরে এসো,আগুন হয়ে
পৃথিবীতে আলোর কণা ছড়িয়ে দিতে।
ধোঁয়াশা ভরা উত্তরণের পথ
রন্ধ্রে রন্ধ্রে তাড়া করে ক্ষয়
জনস্রোতের তরঙ্গের ধাক্কায়
একদিন ধ্বংস হবে শত্রুরা
প্রতিবাদ হবে তীব্র ঘৃণায়।
*********************

দীপান্বিতা দত্ত-জন্ম আসামে,বিবাহসূত্রে বর্তমানে কলকাতায় থাকেন ৷ সংসারের সব রকম গুরু দায়িত্ব সামলেও কবিতার মধ্যেই তিনি নিজের মনের মুক্তি খুঁজে পান ৷ আর এই ভালোবাসা ছোট বেলা থেকেই ৷ গানেও তাঁর অসীম আগ্রহ এবং এখনও নিয়মিত চর্চা করেন ৷

 

1 Comment

  • Madhumita Mitra

    যন্ত্রণার কাব্যিক রূপ দিলে একেবারে সঠিক ভাবে–আমাদের বাঙালী জাতির অতল অন্ধকারের কথা ভাবলে সত্যি ঘুম থাকে না চোখে দীপান্বিতা…

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!