সেই মেয়েটা
শর্মিষ্ঠা দাস
মেয়েটার সত্যি ক্ষমতা ছিল,
ডার্বিকেও আজ মিলিয়ে দিল।
মেয়েটার সত্যি ক্ষমতা ছিল,
মসনদকেও নাড়িয়ে দিল।
ঐ রাতে যখন হচ্ছে ধর্ষণ,
কোথায় ছিল পুলিশ–প্রশাসন।
মেয়েটার সত্যি ক্ষমতা ছিল,
তাই তো অকাল বোধন হল।
মেয়েটার সত্যি ক্ষমতা ছিল,
বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় তুলল।
মেয়েটার সত্যি ক্ষমতা ছিল,
লক্ষ্মী‘কে সে কালী বানালো।
মেয়েটার সত্যি ক্ষমতা ছিল,
রাতের শহরকে চিনিয়ে দিল।
মেয়েটার সত্যি ক্ষমতা ছিল,
জীবন দিয়ে স্টেথোর মান রাখল।
মেয়েটার সেদিন কপাল পুড়ল,
যেদিন স্বপ্নকে দিয়ে জলাঞ্জলি,
অসময়ে মেয়ে চিতায় উঠল।
চিতার আগুন নিভল বটে,
মনের আগুন জ্বলল।
অকালে ও মেয়ে ঝরে গিয়ে,
আঁধারে দিশা দেখালো।
যা দেবী সর্বভুতেষু শক্তিরূপেণ সংস্থিতা
নমস্তসয়ৈ নমস্তসয়ৈ নমস্তসয়ৈ নমো নম হ।
**************************