“স্মৃতি “
– অঙ্কন দন্ড
তোমার দুর্বল স্মৃতি
সহজেই ভুলে যেতে পারো –
ইতিহাসের সাল,অঙ্কের সূত্র
এবং আমাকে।
আমার তুখোর স্মৃতিশক্তি।
এক নিঃশ্বাসে দিয়ে দিতে পারি –
তারিখ,সময়,তোমার সাথে কাটানো
প্রতি মুহূর্ত ও কথোপকথনের
পূর্ণাঙ্গ বিবরণ।
স্মৃতির পাতা জুড়ে একরাশ মিথ্যে লেখা।
মুখস্ত বলে দিতে পারি সেই সব মিথ্যে।
তবে আজ সে সব ভুলে যেতে চাই!
তুমি শিখিয়ে দেবে কীভাবে ভোলা যায়?
কারণ দায়িত্ব বাড়ছে,
সত্যিই চাঁদ আর আগের মতো
সুন্দর লাগে না।
****************************
অঙ্কন দণ্ডঃ জন্ম ২০০৩ সালের ২৪শে ফেব্রুয়ারী। বাসস্থান পুরুলিয়া জেলার আদ্রায়। অঙ্কনের লেখালেখির পথ চলা কবিতা দিয়ে। আনন্দবাজার পত্রিকার জেলার পাতা “ছোটদের পাতা” শীর্ষক-এ তার স্বরচিত কবিতা নিয়মিত প্রকাশিত হত। স্থানীয় পত্রিকা “ঊষশী” তেও স্থান পেয়েছে তার কবিতা। এছাড়া নানান গল্প ও প্রবন্ধ লিখে স্থানীয় স্তরে অনেক শুভেচ্ছালাভ করেছে সে। লেখালেখির পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী অঙ্কন। অঙ্কনের রয়েছে ক্রিকেট ও গান এর প্রতি অসীম আগ্রহ।