
আকাশে তখন কন্যা রাশি
দীপন মিত্র
স্বপ্নে এক অন্ধকার পথ যায় প্রগাঢ় গলিতে
গলির ভেতরে আরও গলি – শেকড়ের জাল প্রায়
আমি যাই সেই পথে সরু আরও সরু যেন ফিতে
কিছু দূরে নদীজল–দুদিকে দেয়াল লাগে গায়ে
সেখানেই কবেকার ভাঙা এক মন্দির বিবরে
আমার আশ্চর্য ঘর–যেখানে সকাল সন্ধে এক
যেখানে কখনও বৃষ্টি,পাতা ঝরে অন্তিম প্রহরে
যেখানে প্রভাত আর সূর্যাস্তের রঙে ভরা র্যাক
নদী এসে জানালার কাছে দেয় সবুজাভ খাম
ভেতরে রয়েছে লেখা অচেনা লিপিতে এক নাম
তার মুখ মনে পড়ে–পিছনে উদ্যান ছিল বড়
বড় বড় গাছে ঢাকা রেলপথে হার মানে ঝড়ও
যেতো ট্রেন এত জোরে –কালো ধোঁয়া–বেজে যেতো বাঁশি
এপথে দেখেছি দেবী,আকাশে তখন কন্যা রাশি
**************************