Shadow

আকাশে তখন কন্যা রাশি – দীপন মিত্র 

PC Star registration
আকাশে তখন কন্যা রাশি

 

দীপন মিত্র 


স্বপ্নে
এক অন্ধকার পথ যায় প্রগাঢ় গলিতে

গলির ভেতরে আরও গলিশেকড়ের জাল প্রায়

আমি যাই সেই পথে সরু আরও সরু যেন ফিতে

কিছু দূরে নদীজলদুদিকে দেয়াল লাগে গায়ে 

সেখানেই কবেকার ভাঙা এক মন্দির বিবরে

আমার আশ্চর্য ঘরযেখানে সকাল সন্ধে এক

যেখানে কখনও বৃষ্টি,পাতা ঝরে অন্তিম প্রহরে

যেখানে প্রভাত আর সূর্যাস্তের রঙে ভরা র‍্যাক


নদী
এসে জানালার কাছে দেয় সবুজাভ খাম

ভেতরে রয়েছে লেখা অচেনা লিপিতে এক নাম

তার মুখ মনে পড়েপিছনে উদ্যান ছিল বড়

বড় বড় গাছে ঢাকা রেলপথে হার মানে ঝড়ও

যেতো ট্রেন এত জোরেকালো ধোঁয়াবেজে যেতো বাঁশি

এপথে দেখেছি দেবী,আকাশে তখন কন্যা রাশি
**************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!