
আসানসোল
মনি ফকির
আমরা যারা নদীর এপার,
শহর কিংবা মফস্বলী।
আমরা যারা শিউলি ছায়ায়,
তারক সেনের গল্প বলি।
পায়ের তলায় কয়লা মাটি,
চায়ের কাপে লালচে ধোঁয়া।
খোকা খুকুর খেলনা বাটি,
মাথার পাশে পুতুল শোয়া।
আমরা যারা ঘাম ঝরিয়ে,
পিটিয়ে লোহা চাল কিনেছি।
সমন্বয়ের স্বপ্ন নিয়ে,
লড়াই করে এগিয়ে গেছি।
আমরা যারা ঢোকার মুখে,
বন্ধ কলের গল্প জানি।
রুজি রুটির কাব্য দিয়ে,
ঘরের উঠোন নিকিয়ে আনি।
অনেক দূরের টিকিট কেটেও,
সুখ খুঁজেছি মায়ের কোলে।
পুল পেরোনো মানুষ জানে,
আমরা থাকি আসানসোলে।
*************************
মণি ফকিরের জন্ম শিল্পনগরী বার্ণপুরে। সাহিত চর্চার অভ্যাস ছাত্র জীবন থেকেই। অনুপ্রেরণা মা ও মামার কাছ থেকে। প্রথম কবিতার বই *মণি ফকিরের পদাবলী* প্রকাশিত হয় ২০১৮ পূজোয়। গল্পকারের মূল বৈশিষ্ট্য তার গল্প বোনার ও বলার সাবলীল ধরন। গল্পের শেষে কিছু না বলা কথার প্রচ্ছন্ন ঈঙ্গিত মানুষকে ভাবতে বাধ্য করে।।