
একরোখা জীবন বার্তা
অর্চনা মহান্তি
প্রতি মুহূর্তে যদি চড়াই না উৎরাতে পারি, তবে বৃথাই এই স্রোত, এই জীবন প্রবাহ,
আমার বিষাদ দেখে কেউ সান্ত্বনা দেওয়ার আগেই আমি হেসে উঠি সশব্দে, ছিঁড়ে ফেলি ছায়ার আবরণ,
মুছে ফেলি ক্যানভাসের বিবর্ণ কয়েকটা আঁচড়।
তারপর রঙের বন্যায় ভাসে আমার অন্তর মহল — একগুঁয়ে জেদি ইচ্ছায়,
কৃষ্ণা দ্বাদশীর চাঁদ থেকে জ্বলে উঠি সূর্যের মতো সোনালী উজ্জ্বলতায়, যেখানে কোন করুণা ভিক্ষার গ্লানি নেই,
আছে শুধু নিজস্ব অভিলাষ, সাধারণের অসাধারণ জীবন দর্শন, টিকে থাকার পারদর্শিতা।
মেঘ ক্ষণস্থায়ী, সূর্য যে অবিনশ্বর,
বেঁচে থাকতে চাই এই প্রতিপাদ্যে।
***************************
অর্চনা মহান্তি পরিচিতি: বাঁকুড়া জেলার হিড়বাঁধ গ্রামে জন্ম। বাবা শ্রী ফণীভূষণ মহান্তি,মা শ্রীমতী সরোজিনী মহান্তি। পারিবারিক ভাবে সাহিত্য পাঠের সুন্দর পরিবেশে বড় হওয়ায় খুব ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী। কলেজ জীবনে লেখায় হাতেখড়ি।
তিন বছর আগে অসুস্থতার অবসাদ কাটাতে আবার কলম হাতে তুলে নেওয়া। ছন্দ,গদ্যকবিতা ও ছড়ায় সাবলীল ভাবে লেখা তিন বছরের ফসল এক হাজারেরও বেশি কবিতা,কয়েকটি গল্প ও রম্য রচনা। তারই কিছু বহু প্রশংসিত কবিতা দিয়ে বই ‘উত্তরণ’ প্রথম প্রয়াস।