
যখন বৃষ্টি নামলো
দীপান্বিতা দত্ত
বয়স তখন বারো পেরিয়ে তেরো সবে
কিশোরী মনে সদ্য তখন প্রেম জমেছে
মেঘলা আকাশ ঝড় বাদলে শখ জেগেছে ।
টাপুর টুপুর,রিমঝিম,ঝমাঝম
বৃষ্টি জলে পাড়া যেন আস্ত পুকুর
মনের ভিতর উথাল পাথাল সারা দুপুর ।
ভাত ঘুমে শান্ত যখন সারা বাড়ি
বেরিয়ে পরি ছাতা হাতে চুপিসারে
মা বলতো ভিজে যাবি যাসনা ওরে ……
শরীর ভিজে দেখা দিল বুকের রেখা
ওমনি শুরু পুরুষের নজর পরা
সেদিন থেকে ফ্রক ছেড়ে শাড়ি ধরা ।
বাবার শাসন,মায়ের ছিলাম চোখের মনি
ভরসার ছায়াপথে দিবস–যামি
স্নেহের পরশ কুড়িয়েছি এই আমি ।
সংসার আপন জনের মায়া ছেড়ে
গিন্নি সেজে চাবির গোছা আঁচলে ভরে
ডালপালা মেলে ধরি খেলা ঘরে ।
সময় ফুরায় মেঘ জমে বৃষ্টি নামে
অলক্ষিতে বীজমন্ত্রে বিভূতিভূষণ
রবিঠাকুর,তারাশঙ্কর,শেখায় জীবন ।।
**************************
দীপান্বিতা দত্ত-জন্ম আসামে,বিবাহসূত্রে বর্তমানে কলকাতায় থাকেন ৷ সংসারের সব রকম গুরু দায়িত্ব সামলেও কবিতার মধ্যেই তিনি নিজের মনের মুক্তি খুঁজে পান ৷ আর এই ভালোবাসা ছোট বেলা থেকেই ৷ গানেও তাঁর অসীম আগ্রহ এবং এখনও নিয়মিত চর্চা করেন ৷