Shadow

শাওন শেষে – নন্দিতা ঘোষ

p.c. Dhaka times

শাওন শেষে

নন্দিতা ঘোষ

ভেবেছিলেম আসবে তুমি শাওন শেষে

মালাখানি রেখে ছিলেম সে উদ্দেশ্যে |

 জুঁই মালতি সাজিয়ে ছিলেম তোরণ দ্বারে,

বীণা খানি বাঁধা ছিলো বেহাগ  সুরে |

 ঝড় বাদলে আকাশ ছিলো নিকষ কালো,

মনে ছিলো প্রথম দেখার নতুন আলো |

বুকের মাঝে জড়িয়ে থাকা তোমার ছবি ,

মেঘে ঢাকা সেদিন ছিলো লুকিয়ে রবি |

স্বপ্ন আমার ভাঙল শেষে এক নিমেষে !

বন্ধু তোমায় নিয়ে এলো এ কোন বেশে |
*****************************

নন্দিতা ঘোষ পরিচিতি
জন্ম মুর্শিদাবাদ এর এক  প্রত্যন্ত গ্রামে । ছোটো বেলা কেটেছে বীরভূম জেলায় মামার বাড়িতে l প্রথম জীবনে প্রখ্যাত কবি ও সাহিতিক মামা শ্রী আনন্দ ঘোস হাজরা র কবিতা ও মা এর লেখা বিশেষ করে, সাহিত্য চর্চার দিকে অগ্রসর হতে সাহায্য করে। পড়াশোনা বাংলা সাহিত্য নিয়ে, তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সঙ্গীত শিক্ষা l বিবাহ সূত্রে প্রবাসে থাকা তিন দশক, তবুও বাংলা কে না ভুলতে পেরে আবার বাংলার মাটিতেই ফিরে আসা।

 

 

 

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: বিষয়বস্তু সুরক্ষিত !!