সৃষ্টি
শ্রুতি দত্ত রায়
মৃত্যুই শেষ কথা নয়,
শেষ থেকে শুরুও হতে পারে,,,,
কোন কোন মৃত্যুও জন্ম দেয়,
জন্ম দেয় শত শত নির্ভেজাল প্রাণের।
আবর্জনার স্তূপ থেকেও কখনও
সৃষ্টি হয় সবুজ অঙ্কুরের,
সৃষ্টি হয় দৃঢ়, ঋজু মহীরুহের,
শাখা থেকে যার চুঁইয়ে পড়ে
নিটোল ছায়ার প্রতিশ্রুতি।
লাশ কাটা ঘরের যে জমাট শীতলতা
হঠাৎই কখনও বা জন্ম দেয় তীব্র দাবানলের;
আগুনের সে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চতুর্দিকে
পথে,ঘাটে, নগরে,গ্রামে, সাদামাঠা প্রতিটি গৃহকোণে।
রাতের নিবিড় অন্ধকারকে ঠেলে সরিয়ে
আলোয় আলোকময় হয়ে ওঠে পৃথিবী।
চিতাভস্মই শেষ কথা নয়,
পোড়া ছাই থেকে জাগতে পারে প্রাণ
আগুনরঙা ডানা মেলে আকাশ দখল করতে পারে
কোটি কোটি ফিনিক্স পাখির দল
আজও,,,,,,
************************

শ্রুতি দত্ত রায় পরিচিতি:
সুন্দরী ডুয়ার্সের মফস্বল শহর জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা। পেশায় সরকারি বিদ্যালয়ের ভাষা সাহিত্যের শিক্ষিকা। ভালবাসেন গান শুনতে, বই পড়তে, ডুয়ার্সের প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে। আর গান গাইবার মধ্যে খুঁজে পান মুক্তির স্বাদ।