Shadow

পৃথিবী তুমিময় – শম্পা সরকার

কবির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি কবির ই ভাষায়:

পৃথিবী তুমিময়

শম্পা সরকার

সকালের প্রথম শিশির কণায় তোমার বাণী “তুমি প্রভাতের শুকতারা” ভালোবাসার প্রতিটি শব্দ যেন তোমারি লেখা “চিরকাল রবে প্রেমের কাঙাল” পথের প্রতিটি বাঁকে তোমার ছন্দ “আমার এই পথ চলাতেই আনন্দ” দুপুরে তপ্ত হাওয়ায় তুমি গেয়ে ওঠো “দারুণ অগ্নিবাণে —” সন্ধ্যাবেলায় বিরহীর সুরে সুর দিয়ে বলো “বলেছিনু ভুলিবো না যবে তব ছলছল আঁখি..” জ্যোৎস্না প্লাবিত নীরব রাতে আবার তুমি গেয়ে ওঠো “চাঁদের হাসি বাঁধ ভেঙেছে –” জীবনের শেষ প্রান্তে যেতে যেতেও আশার বাণী বলো “মোর মরণে তোমার হবে জয় –” কবি জীবন আমার তুমি তুমি ময় ভাষা আমার তোমাতেই শুরু আর তোমাতেই শেষ “যেদিন সে প্রথম দেখিনু–” সেদিন ই তোমাতে একাকার হয়ে গেনু ৷ ****************************************

শম্পা সরকার একজন শিক্ষিকা তবে অধ্যাপনার সাথে সাথে লেখা লেখি করতে ভালোবাসেন। দীর্ঘ দিন কলকাতার বাইরে,বর্তমানে পোল্যান্ড এ আছেন কিন্তু প্রতিনিয়ত বাংলার প্রতি অমোঘ টান অনুভব করেন যা মাঝে মাঝেই কলম ধরতে প্রেরিত করে।

error: বিষয়বস্তু সুরক্ষিত !!