Shadow

দাগি রাজহাঁস – ভাস্কর চ্যাটার্জি

দাগি রাজহাঁস (Bar headed goose)

চিত্রগ্রাহকঃ ভাস্কর চ্যাটার্জি

দাগি রাজহাঁস (বৈজ্ঞানিক নাম: Anser indicus) Anatidae (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Anser (আন্সের) গণের অন্তর্গত বড় আকারের একটি পরিযায়ী রাজহাঁস। দাগি রাজহাঁসের বৈজ্ঞানিক নামের অর্থ ভারতীয় রাজহাঁস (লাতিন: anser = রাজহাঁস, indicus = ভারতের)। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। শীতকালে এরা মধ্য এশিয়া থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিযায়ী হয়ে আসে। শীতের শেষে আবার সেখানে চলে যায় এবং সেখানকার পার্বত্য হ্রদসমূহে বিচরণ ও প্রজনন করে। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ২০ লক্ষ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।
বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে, কিন্তু এখনও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছয়নি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। দাগি রাজহাঁস একপ্রজাতিক, অর্থাৎ এর কোন উপপ্রজাতি নেই। অনেক উঁচু দিয়ে এরা উড়তে পারে। প্রকৃতপক্ষে দাগি রাজহাঁস পৃথিবীর সর্বোচ্চ উড্ডয়নকারী পাখিদের মধ্যে একটি।
ব্যাবহৃত ক্যামেরাঃ
ক্যামেরাঃNickon 7200D, লেন্সঃ Nickon 200/500mm
***************************************************

ভাস্কর চ্যাটার্জি পরিচিতিঃ
বিপ্লবী,ফরাসি দের ও আলোর শহর চন্দননগরের বাসিন্দা ভাস্কর চ্যাটার্জি, ভারতীয় রেলের কর্মী। রসায়ন বিজ্ঞান নিয়ে পড়াশুনা, সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যে বেড়ে ওঠা। আপন মনে কবিতা পাঠ করেন, গেয়ে ওঠেন, ক্যামেরা হাতে জলে জঙ্গলে অবজেক্ট এর খোঁজে দিন কাটিয়ে দেন।

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!