নীলটুনি (The purple sunbird)
চিত্রগ্রাহকঃ ভাস্কর চ্যাটার্জি
নীলটুনি (The purple sunbird), দুর্গা টুনটুনি বা মধুচুষকি পরিবারের একটি ক্ষুদ্রকায় মধুপায়ী পাখি। ভারত ছাড়াও দক্ষিণ, দক্ষিণ এশিয়া এবং আরব উপদ্বীপে দেখতে পাওয়া যায়। মূলত মধু পান করে তবে পোকামাকড়ও খায়, বিশেষ করে যখন বাচ্চাদের খাওয়ায়। হামিং বার্ডের মতো এরাও বাতাসে স্থির থেকে উড়তে পারে। বাতাসে তীব্র গতিতে ঢেউ খেলিয়ে, এ ফুল থেকে ও ফুলে উড়ে উড়ে মধু পান করে। খুব চঞ্চল। ফুলের বোঁটায় বসে বাদুড়ের মতো ঝুলে মধু পান করে। খুব ভালো করে লক্ষ্য করলে পুরুষ নীলটুনির রং ধাতব-বেগুনী যা দূর থেকে কালো মনে হয়, গায়ে সরাসরি আলো পড়লে বোঝা যায় দেহে কতো চাকচিক্য। স্ত্রী নীলটুনির উপরের দিকটা ফিকে জলপাই রঙের। নিচের অংশ হালকা হলুদাভ এবং তাতে হলুদের বিভিন্নতা দেখা যায়।
ব্যাবহৃত ক্যামেরাঃ
ক্যামেরাঃNickon 7200D, লেন্সঃ Nickon 200/500mm
*************************************************
ভাস্করচ্যাটার্জিপরিচিতিঃ
বিপ্লবী,ফরাসি দের ও আলোর শহর চন্দননগরের বাসিন্দা ভাস্কর চ্যাটার্জি, ভারতীয় রেলের কর্মী। রসায়ন বিজ্ঞান নিয়ে পড়াশুনা, সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যে বেড়ে ওঠা। আপন মনে কবিতা পাঠ করেন, গেয়ে ওঠেন, ক্যামেরা হাতে জলে জঙ্গলে অবজেক্টএর খোঁজে দিন কাটিয়ে দেন।