পীত দোয়েল
(Citrine wagtail)
দৈর্ঘে প্রায় ৫.৫-১৭ সেমি হয়ে থাকে। প্রাপ্ত বয়স্ক পুরুষটি মূলত ধূসর বা কালোর উপরে ও লেজের অংশ কালো হয়। মাথার দিকটা পুরোটাই উজ্জ্বল হলুদ বর্নের হয়ে থাকে।
চিত্রগ্রাহকঃ ভাস্কর চ্যাটার্জি
—————————————————————————–
নীলকণ্ঠ
নীলকন্ঠ পাখি মাপে ৩১-৩৩ সে.মি. পর্যন্ত হয়ে থাকে। মাথার উপরে কিছুটা নীল রং থাকে এবং পালকের নিচের দিকে নীল রং থাকে। তবে এই পাখিকে অনেকটা কলার মোচার মত দেখতে হয়। নীলকন্ঠ পাখি সমগ্র ভারত, বাংলাদেশের গারো পাহাড়, হবিগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ সমগ্র দঃক্ষিণ এশিয়াতে দেখা যায়। পোকা, কীটপতঙ্গ, ব্যাঙ, সাপের, বাচ্চা, টিকটিকি, গিরগিটি ইত্যাদি নীলকন্ঠ পাখির খাদ্য ।
চিত্রগ্রাহকঃ ভাস্কর চ্যাটার্জি
************************************************
ভাস্কর চ্যাটার্জি পরিচিতিঃ
বিপ্লবী,ফরাসি দের ও আলোর শহর চন্দননগরের বাসিন্দা ভাস্কর চ্যাটার্জি, ভারতীয় রেলের কর্মী। রসায়ন বিজ্ঞান নিয়ে পড়াশুনা, সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যে বেড়ে ওঠা। আপন মনে কবিতা পাঠ করেন, গেয়ে ওঠেন, ক্যামেরা হাতে জলে জঙ্গলে অবজেক্টএর খোঁজে দিন কাটিয়ে দেন।
বাহ্,চঞ্চলা পাখিদের ক্যামেরা বন্দী করা কি ভীষণ দুরূহ, খুব ভালো লাগলো…