দেশমাতা
প্র ত্যু ষ সে ন গু প্ত
মাথায় ভরা উকুন শনের দড়ির মতন চুলে
খড়ি ওঠা সরু সরু হাত দুটি লিকলিকে
সতর্ক তার দু’পা আধেক ডুবে দিঘির জলে
চক্ষু দুটি নিবদ্ধ ওই শাপলা ফুলের দিকে।
কাল দিনমান অভূক্ত সে রাত নিয়েছে ক্ষুধা
কালই কেন,জীবনজুড়ে এমনই তার রাতে
বুভুক্ষা, বা পশু এসে শোষে দেহের সুধা,
শরীরটা হয় ছিন্নভিন্ন জানোয়ারের দাঁতে।
এইদুপুরে আকাশকোণ আলোয় আছে মেতে
দিঘির পাড়ে ন্যাংটো শিশু পা নাচিয়ে খেলে
শালুককুঁড়ি দিদির হাতে দেখেই আনন্দেতে
আজকে যদি একটুখানি খাবার কিছু মেলে।
গাল দুখানি কোটরগত পিঁচুটি তিন চোখে
শুকনো ঠোঁট,চোখের নীচে জলের ওড়াউড়ি
হেঁটমস্তক যৌবন মুখ লুকায় নোংরা নোখে
দেশমাতা দুর্গা যেন আঠারোতেই বুড়ি।।
**************************************************
প্র ত্যু ষ সে ন গু প্ত পরিচিতিঃ
সরকারী বেসরকারী মিলিয়ে নানা রকম চাকরী করে এখন বেলাশেষে কলম ধরেছেন। প্রথম চাকরী এক ওষুধ কোম্পানীতে। তারপর চা বাগানে। এরপর দু’দুটি খবরের কাগজে সাব এডিটর। শেষ পর্বে গোপনীয়তায় ভরা সরকারী চাকরী। দীর্ঘ চাকরী জীবনে কাজ করেছেন পশ্চিম বঙ্গের অধিকাংশ জেলায়! অভিজ্ঞতা হয়েছে প্রচুর। এই শেষ বেলায় ওই অভিজ্ঞতায় নির্ভর করে আবার কলম ধরেছেন।