পেতে চাই তোমাকে
রথীন পার্থ মণ্ডল
গড
ঈশ্বর
আল্লাহ সব তো একই
সমুদ্র
পাহাড়
পৃথিবী এসবের সৃষ্টিকর্তা তো তিনিই
আমিও বাদ যাই না এসবের থেকে
এভাবে জন্মাতে জন্মাতে
জন্মান্তরবাদ হয়ে
প্রতিটি জন্মেই পিতারূপে
তোমাকে পেতে চাই,
বাবা।।
***********************************
দীর্ঘ ছায়ার মায়াভরা আঁচল
রথীন পার্থ মণ্ডল
আজও আজানের শব্দে ঘুম ভাঙে আমার
ঘুম ভাঙতেই খুঁজতে থাকি তোমার দীর্ঘ ছায়াটাকে
যে ছায়ার হাত ধরে পথ চলা শুরু
পথের মাঝে হারিয়ে যাওয়াও শুরু
এমনকি পথকে চিনতে শেখাও শুরু
চিনতে শেখা শুরু নিজেকেও
আসলে গাছ,আলো,ছায়া,
অন্ধকার,ঘাম,দাঁত
এসব কিছুর গুরুত্ব যেমন
সহজে বুঝতে পারি না আমরা
তেমনই বুঝতে পারিনি তোমার গুরুত্বও
এই গুরুত্ব বোঝা না বোঝার
খেলায় মাঝে মাঝে
হারিয়ে ফেলি নিজেকে,নিজের অস্তিত্বকে
আসলে
তোমার দীর্ঘ ছায়া
তোমার হাতের মায়াভরা চাদর
আজও আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে আমায়
ঘিরে রেখেছে আমার সবটুকু
জানো বাবা,
তুমি ছাড়া আজও আমার আকাশে
সূর্য,চাঁদ,তারা
কিছুই ওঠে না আর
এমনকি চলে না মেঘ বৃষ্টির খেলাও।।
******************************
রথীন পার্থ মণ্ডলঃ
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া
পূর্ব বর্ধমান