Shadow

যদি পার একটি বার – দীপান্বিতা দত্ত

pc.. facebook

যদি পার একটি বার 

দীপান্বিতা দত্ত

অনন্ত মরণ কে“—আলিঙ্গন করে
ওগোঅন্তরযামী“——–
জীবন আর মৃত্যুর মাঝখানে
সুসজ্জিত মালা চন্দন পরে
দাঁড়িয়ে আছো বিশ্বচরাচরে
পঁচিশে বৈশাখের শুভ লগ্নে
আকাশের আলোক সমীরণে
উজাড় করে দিয়েছো তোমার আপন বাণী,
ভরা যৌবনের যাদু মন্ত্রে ভরা
ছন্দ জালে সার্থক লেখনী
জীবনকে সাজিয়েছো নানা অলংকারে
পূজা,প্রেম,প্রকৃতির বিচিত্র সাজে
মহৎ বার্তা দিয়েছো অগণিত মানবেরে
তোমার সৃষ্টির মাঝে ছন্দে,গানে,সাধনায়
যদি পার একটি বার চরণে দিও ঠাঁই
তুমি আছো থাকবে হৃদয়ের মণিকোঠায়
———————————————

জাগ্রত হোক নারীশক্তি

দীপান্বিতা দত্ত

লড়াই তোমারআমারআমাদের
মাবোনআত্মজাগৃহবধূর
লড়াই নারীর আত্মসম্মানের
পৌরাণিক যুগ থেকে রবীন্দ্র যুগ
প্রতিবাদ,ক্ষমতায় চিরকালেই
কখনো স্বেচ্ছাচারী,কখনো একঘরে
কর্পোরেটের শীর্ষে কখনো দিনমজুরে
জীবনের শেষ প্রান্তে পরিবারের
বোঝা হয়ে একাকীত্বের অন্ধকারে
মাতৃজঠর থেকে ভূমিষ্ট হয়ে
যে ভাবনায়,যে পরম্পরার
দোহাই দিয়ে সম্পর্কের জাল বুনি
সে অধিকার,সে ভালোবাসা
নিশ্চিত হোক,সুন্দর হোক
এই বার্তা পৌঁছে যাক ঘরে ঘরে
গড়ে উঠুক আদর্শ পৃথিবী
নারীশক্তি জাগ্রত হোক
দেশের,সমাজের  কল্যাণ হোক
******************************

দীপান্বিতা দত্ত-জন্ম আসামে,বিবাহসূত্রে বর্তমানে কলকাতায় থাকেন ৷ সংসারের সব রকম গুরু দায়িত্ব সামলেও কবিতার মধ্যেই তিনি নিজের মনের মুক্তি খুঁজে পান ৷ আর এই ভালোবাসা ছোট বেলা থেকেই ৷ গানেও তাঁর অসীম আগ্রহ এবং এখনও নিয়মিত চর্চা করেন ৷

error: বিষয়বস্তু সুরক্ষিত !!