শূন্যতার ফেরিওয়ালা
মণি ফকির
আরো একবার দুচোখ নামিয়ে,
দুহাত দিয়েছি বাড়িয়ে।
দ্বিধাহীন শূন্যতা দাও ভরিয়ে।
অনাবৃষ্টির ফসলী জমির মত।
ফিরে যাওয়ার সময় হয়ে এল।
মনসুরের বন্ধ দোকান,
দীপুর থেমে থাকা টোটো,
খোকনের সব্জির ঠেলা,
দিগন্তবিস্তৃত অকাল অবসর ঠেলে,
আমায় এগোতেই হবে,
দ্রুত পা চলিয়ে।
যত পারো বেশি করে দিও।
শূন্যতা ফেরি হবে,
রাত্রির শেষ ট্রেনে।
আবছায়া মেখে সুর করে করে।
“নেবে নাকি গো?,সস্তায় দেবো।
একটার দরে পাঁচ টা।”
শুনেছি এ মরসুমের ফলন ভালো।
আকাশ ভারী হয়ে এল।
এবেলা না বেরোলেই নয়।
একটু তাড়াতাড়ি,আরেকটু….
বেআক্কেলে সুসময়,
রেল গেট নামিয়ে ফেলার আগে
*************************
মণি ফকিরের জন্ম শিল্পনগরী বার্ণপুরে। সাহিত্য চর্চার অভ্যাস ছাত্র জীবন থেকেই। অনুপ্রেরণা মা ও মামার কাছ থেকে। প্রথম কবিতার বই *মণি ফকিরের পদাবলী* প্রকাশিত হয় ২০১৮ পূজোয়। গল্পকারের মূল বৈশিষ্ট্য তার গল্প বোনার ও বলার সাবলীল ধরন। গল্পের শেষে কিছু না বলা কথার প্রচ্ছন্ন ঈঙ্গিত মানুষকে ভাবতে বাধ্য করে।।
খুব সুন্দর..