— “ চপের যাদু ” —
কলমে:- অঙ্কন দন্ড
~~~~~~~~~~~~~~~~~~
নিমাই কাকুর চপের দোকান
গার্লস স্কুলের মোড়ে,
রাত দশটায় বন্ধ করে
দোকান খোলে ভোরে।
চপ – সিঙ্গারা – বেগুনি আছে
আছে পাপড়ি চাট,
মনের সুখে খাচ্ছে কিনে
আশি থেকে আট।
প্রথম যেদিন দোকান খোলে
সেদিন যে তেল ঢালে,
পাঁচটা বছর পরেও সে তেল
ভাসে কড়াই তলে।
আগের সে তেল কমলে তাতেই
ঢালে নতুন তেল,
সেই তেলেরই চপ বেগুনি
দিচ্ছে ভীষণ সেল।
ভুলবশত চুলকে বগল
ঠোঙায় ভরে চপ,
সেই চপেরই স্বাদ সীমাহীন
খায় যে টপাটপ।
বাঁচলে কভু তেলেভাজা
পাম তেলেতে ভেজে,
পরের দিনই বিকিয়ে যাবে
ফ্রেশ লুকেতে সেজে।
কম দামেতে বেছে বেছে
আলু কিনে পচা
সেই আলু পুর চপের ভেতর
বন্দী করে চাচা।
কাকীমা তো আগের রাতেই
চপের আলু মাখে,
খুব গরমে কপাল মোছে
সে হাত ঢোকায় নাকে।
তোমার কাছে আমার কাছে
সে চপ যেন মধু,
খোঁজ নিয়েছ নিমাই কাকু
মেশায় কী সেই যাদু!
*************************
অঙ্কন দণ্ড, জন্ম ২০০৩ সালের ২৪শে ফেব্রুয়ারী। বাসস্থান পুরুলিয়া জেলার আদ্রায়। অঙ্কনের লেখালেখির পথ চলা কবিতা দিয়ে। আনন্দবাজার পত্রিকার জেলার পাতা “ছোটদের পাতা” শীর্ষক – এ তার স্বরচিত কবিতা নিয়মিত প্রকাশিত হত। স্থানীয় পত্রিকা ” ঊষশী” তেও স্থান পেয়েছে তার কবিতা। এছাড়া নানান গল্প ও প্রবন্ধ লিখে স্থানীয় স্তরে অনেক শুভেচ্ছালাভ করেছে সে। লেখালেখির পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী অঙ্কন। অঙ্কনের রয়েছে ক্রিকেট ও গান এর প্রতি অসীম আগ্রহ।