Shadow

জানিনে কে সে – মানবী ঘোষাল দাস

p.c. pexels

জানিনে কে সে

মানবী ঘোষাল দাস 


জানিনা আমার জীবনের উপর দিয়ে
গেল চলে কে যেন এক জন !
অনুভূতি বলল,
সে বুঝি ফাগুন-চৈত্রের সমীরণ।
যাত্রাপথে,নত মাথে
দিল আমায় পরশ,
কানন মাঝে ফুটিয়ে কুসুম
আনল মনে হরষ ।
আমায় অবগত না করেই
নিল যে সে বিদায়,
একেবারেই গেল চলে
জানিনে আমি কোথায় !
যাত্রাপথে আপনমনেই মেলেছিল
সে তাঁর নয়ন,
জানিনে আমি গেয়েছিলাম কি
জানে শুধুই তাঁর মন ।
স্মৃতিটুকুই অবলম্বন করে
আছি বেঁচে ধরণীতে,
মনই এখন বন্ধু আমার
হয়েছে সাথী কাননেতে ।
তার যাওয়ার ধরণ এমনই যেন
সাগরের বক্ষ মাঝে তরঙ্গের বন্যা,
হাসির রাশি ছড়ায়ে সে,শশধরের আলোর দেশে
নয়ন কোণে ইশারা রেখে হয়েছে চাঁদের কন্যা ।
একাকী অন্তর তাই,করছে চিন্তা কেবলই
আমি যেতে পারি কোন গন্তব্যে,
ভাবনা আমায় করে আকুল
তবুও আমি চলি ভেবে ।
সুধাংশুর নয়ন মাঝে
আনল তো সেই তন্দ্রাচ্ছন্নতা,
অন্তর মাঝে দিল দোলা
দিয়ে ফুলের স্নিগ্ধতা ।
পুষ্পবনে জানিনা আমি
শোনাল কি বা তার ভাষণ,
কুসুমের সুবাসে আমোদিত হয়ে
সে করল শুরু গমন ।
মোর অন্তর হল উচাটন
আঁখি হল নিমীলিত,
জানিনা আমি সে কোথায় গেল
নীরবে একা আছি  হয়ে চিন্তিত ।
*****************************
 
               
মানবী ঘোষাল দাস পরিচিতি – কাঁকিনাড়া র বাসিন্দা।  স্কুল শিক্ষিকা। লিখতে, গল্প লিখতে ভালোবাসে। 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!