Shadow

জীবনের গান – সুবীর গুহ

p.c. Dhaka times

জীবনের গান

   সুবীর গুহ

তোমার মানবিকতা
সাঁকো হয়ে জুড়ে আছে
আমাদের পথ–
ছায়ার সত্ত্বা যেন লীন হয়ে
মিশে আছে আমাদের মনে,
দীর্ঘ পথ জুড়ে শুধু
সারিবদ্ধ রক্তগোলাপ–
ঠিকানা খুঁজেছে পায়ে পায়ে ;
যেদিকে তাকাই শুধু অসংখ্য
তারার মিছিল, ভিড় করে আছে।
শুভ্র ফুলের গন্ধ মলিনতা নিয়ে খোঁজে–
আমাদের জীবনের গান–
নিভৃত অন্তর জুড়ে
নিরন্তর আসা-যাওয়া,
বয়ে আনে অসংখ্য প্রাণের স্পন্দন।
—————————————

দু-টুকরো মনের প্রলাপ

           সুবীর গুহ

সরলতা আমাকে দ্বিধা-বিভক্ত করে–
টুকরো টুকরো মন নিয়ে ক্রমাগত ভাবতে শেখায়।
কাগজের নৌকা হয়ে একটুকরো মন–
অবিশ্রান্ত ভেসে যায় উত্তাল সমুদ্রের বুকে,
দিশাহারা উন্মত্ত মাতালের প্রলাপের মত।
আমার দ্বিতীয় সত্ত্বা ক্রমে ক্রমে চেতনা হারায়।
লুব্ধ-লালসার জতুগৃহে দগ্ধ হয় মন।
অরণ্যের সুদূর–গহনে নিয়ে গেলে,
সর্পিল গতিতে আমি স্তব্ধ হই
নিস্পন্দ গাছের শিকড়ে।
আত্মগোপন করি অব্যক্ত যাতনা,
ভীতি নিয়ে বেঁচে থাকি বিবিক্ত হদয়ে।।
***********************************

সুবীর গুহ পরিচিতি
জন্ম ১৯৫২ সালে৷ মামাবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে বড়ো হওয়া সুবীর বাবু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক৷ ছোট থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলের ছাপ তাঁকে ক্রমশঃ আকৃষ্ট করে গানবাজনা,খেলাধূলা,সাহিত্য সবকিছুতেই৷ পরিণত বয়সে তার প্রকাশ ঘটে বিভিন্ন লিটল্ ম্যাগাজিনে যেমন-কর্ণ,পথে-প্রান্তরে,চর্যাপদ,আঞ্চলিক দর্পণ ও আরো নানা পত্রপত্রিকায় যা সমাদৃত হয়৷ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যুগলবন্দী’ এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আত্মপরিচয় ও অন্যান্য কবিতা’ ইতিমধ্যেই প্রকাশিত এবং যথেষ্ট সমাদৃত৷ তাঁর আরো একটি বই প্রকাশের কাজ চলছে৷

 

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!