Shadow

অনুরাধা দেয় সুরা – দীপন মিত্র

PC: vito technology

অনুরাধা দেয় সুরা

দীপন মিত্র

তারাদের ময়দানে আমি এক বাউল ভিখিরি
আকণ্ঠ তৃষ্ণায় আমি পান করি স্বাতী নক্ষত্রের
শুদ্ধ বারি; অনুরাধা দেয় সুরা স্বাদ কী গভীর!
মাকড়সার জাল প্রায় নক্ষত্রের কুয়াশা জড়ায়
পায়ে হাতে-বন্দি করে সূক্ষ্মতম তন্তু দিয়ে গড়া
কারাগারে; সংগীতের দরোজা জানালা,ও সুদূর
আর কতো শাস্তি দেবে? রাতে জাগরণ কতো কাল
কতো কাল নিদ্রা নেই ঝরনার মতো অকাতর?
পালকের মতো শুধু ঝরে যাই নভলোক থেকে!

*****************************

PC: wallpaper safari

সে মোটেও নয় ভদ্র মেয়ে

দীপন মিত্র

এ কোন প্রতীক্ষা? এই মঞ্চ জুড়ে বয়ে যাওয়া ঝড়
শরীর ফেলেছি ছুঁড়ে জালের মতোন কুয়াশায়
ঝাঁপ মারো মাছরাঙা,ঝাঁপ মারো মরায় বাঁচায়
যে রকম ঝাঁপ মারে গ্যালাক্সিরা,নির্লিপ্ত কৃষ্ণগহ্বর
প্রেমও তো কখনো নয় ঝুঁকিহীন! শুধু কি জীবন?
মৃত্যু নয় বাজি? ভেসে গেল কত তরুণ তরুণী
দুপয়সা পাবে বলে অন্ধকূপে ঝাঁপায় বারুণী
বেতের খাঁচায় ঘোরে ঊর্ধ্বশ্বাসে বাইক বাহন
কবিতাও বাজি চায়,অংশ নয়,সমগ্র যাপন
প্রচণ্ড গতিতে নদী,ঝাঁপ মারো,যেতে পারো পেয়ে
কবিতা চিৎকার করে সে মোটেও নয় ভদ্র মেয়ে!
**************************************

 

1 Comment

  • Surajit Sarkhel.

    আপনার প্রত্যেকটা সৃষ্টি অসাধারণ।সবটুকু পড়ার পরেও একটা রেশ থেকে যায়।মনে হয়,আরও একটু পড়ি।ভাল থাকবেন।

Comments are closed.

error: বিষয়বস্তু সুরক্ষিত !!