Shadow

একলা – শুভ্রা মজুমদার

PC: Wallpaper safari

কবিতা: একলা

কলমে: শুভ্রা মজুমদার

মানুষ বড় একলা
এই কলি যুগে মানুষ কেন ,প্রতিটি প্রাণী অসহায়
সদ্যোজাত মেয়ে যখন ডাস্টবিনের পাশে পড়ে থাকে,তার থেকে একলা হয়তো কেউ নেই
অঙ্কে সর্বোচ্চ নম্বর পায়নি বলে মা যখন পাশবিক শাসন করেন তখন সে হয়ে যায় অনেকটাই নিরুপায়
অনার্স কেটে গিয়ে পাস কোর্সে পড়া মেয়েটিকে পাড়া-প্রতিবেশী,এমনকি শিক্ষকদের কাছ থেকেও কটু কথা শুনতে হয়
সত্যি মানুষ বড় কষ্টে আছে
রাতে রঙিন জল পান করে যে স্বামী স্ত্রীকে মারধর করে,সে যে বড় একলা
দিনের পর দিন ভালোবাসার মিথ্যে নাটক করে যারা একে অপরকে ঠকায় তারা তো পাষাণ
এই যুগে যারা সৎ ভাবে কাজ করে, যারা টেবিলের তলা দিয়ে কোনো অর্থের বিনিময় করে না,তারাই হয়ে যায় বদলি
চাকরি পায়নি বলে যে ছেলের মা ছেলেকে মানসিক অত্যাচার করে
সে কি একলা নয় !!
যে মেয়েটি সন্তান প্রসবে অক্ষম,তাকে বিশ্রী ভাবে অপমান করে এই শিক্ষিত সমাজ
নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির দিকে ঠেলে দেওয়া উকিল এই দেশের কলঙ্ক
যে ছেলে বিদেশে গিয়ে বাবা মাকে ভুলে যায়,তারা যে সত্যি বেঁচেও মরে আছে
প্রতিদিন এই দেশে ধর্ষিত হচ্ছে নাবালিকা থেকে বয়স্কা নারী
মানুষ এতটাই একলা
ছি: ছি: শিক্ষিতের মুখোশ আর কত দিন?
আর কতো দিন?
***********************************


লেখিকা পরিচিতি: শুভ্রা মজুমদারের জন্ম ৩ রা জুন ১৯৯৫, কলকাতাতে। পিতা প্রলয় মজুমদার, মাতা স্বপ্না মজুমদার। শ্রীরামপুর কলেজ থেকে স্নাতক, মানকুন্ডু বি.এড. কলেজ থেকে বি.এড । বর্তমানে একটি  ইংলিশ মিডিয়াম স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষিকা । কবিতা লেখার পাশাপাশি গল্প, রান্না রেসিপি,ভ্রমণ কাহিনি লেখেন। আবৃত্তি ও সঞ্চালনা করেন।  রবীন্দ্রনৃত্যে,ক্রিয়েটিভ ডান্সে ডিপ্লোমা করেছেন।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!