লুন্ঠিতা ধরণী
সদানন্দ বিশ্বাস
গোবি সাহারায় আসবে প্লাবন
শীতলতা হারাবে হিমালয়–হিমবাহ,
সবই জানি বন্ধু, তুমি ও আমি,
তবুও চলছে বিস্ফোরণ অহরহ!
প্রজন্মের পর প্রজন্ম এই ধরণী,
স্তন্যদায়িনীর থেকে আরও বেশী
উজাড় করে দিয়েছে নিজেকে,
আমরা করেছি শিথিল তার পেশী!
তার বুক চিরে ছিনিয়ে এনেছি
তার সম্পদ কত,অমূল্য ধনরত্ন,
লালসা পূরণে এতই মজেছি যে,
বুঝিনি,তারও প্রয়োজন হয়,যত্ন!
তার বুকের সবুজ বনানী ওড়না
ছিন্নভিন্ন করে সহস্র বর্ষ ধরে
আমরা করেছি শত কামনা পূর্ণ
তার বুকে তীক্ষ্ণ ত্রিশূল বিদ্ধ করে
যন্ত্রণা তারও তীব্র হয়েছে আজ,
সেও যেন তার কক্ষে উন্মাদিনী পারা,
মহাশূন্যে সে লুন্ঠিত একা বড় বেশী
সব এলোমেলো তার,ধরণী ছন্দহারা!
******************************************