Shadow

শিলচরের আলো – পাপাই অধিকারী (পদ্মনাভ)

PC: Indigo

কবিতাশিলচরের আলো

পাপাই অধিকারী (পদ্মনাভ)

 

প্রতীকী লড়াই হারিয়ে যায়নি
মিষ্টি মধুর স্বরে;
আজও কথা ফোটে শিশুদের মুখে
বাংলা শব্দ ঝরে।
ফোটে ফুল গাছে কুঁড়ি ঘুম ভাঙ্গে
পাতাদের শোভা আসে;
লালিত আবেগ মনোভাবে রোখা
বাংলার অবকাশে।
বাঁধা একস্বরে বাঙালি জীবন
একাদশে রূপ গাঁথা;
সতেরো রাউন্ড গুলি বর্ষণে
রঞ্জিত পথ হাঁটা।
হিন্দি ভাষারই বজ্র আঘাতে
দুর্বার গতিধারা;
আত্মশুদ্ধির ভালোবাসা জানে
শিলচরে আজ কারা!
চেতনা সাগর ভাব সমাহিত
দুর্বার পদগতি;
বাংলা ভাষার ব্যবহারে আসে
অক্ষয় ধারা জ্যোতি।
****************************************


পাপাই অধিকারী (পদ্মনাভ) পরিচিতিঃ
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক:- উত্তরণ ও সংস্কৃতি (সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র)
প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক:- শিক্ষা সংস্কৃতি পরিষদ
আহ্বায়ক:- কবিতা উৎসব
যুগ্ম সম্পাদিত বই :- “মানসপটে মীনা রায়”
পেশা- পাঠদান, লিপি লেখক (Script writer), সঞ্চালক, কারু ও চিত্র ও শ্রুতিনাটক শিল্পী,পাঠক।
আগ্রহ – কবিতা ,গল্প ,গান ও নাটক লিখন ।
সামাজিক কর্ম :- দুঃস্থ অসহায়দের সাধারণত সহায়তা প্রদান।

 

error: বিষয়বস্তু সুরক্ষিত !!