Shadow

সম্পাদকীয় (দ্বিতীয় বর্ষপূর্তি) – দেবদত্ত বিশ্বাস

Debdatta Biswas

সম্পাদকীয়

আরও একটা বছর পেরিয়ে এলাম। বয়স বাড়লো আরও এক বছর। ঠিক দুবছর আগে অসুস্থ পৃথিবীর মানুষজনকে সুস্থ সাংস্কৃতিক পরিমন্ডল উপহার দেবার সৎ প্রচেষ্টা নিয়ে এই আন্তর্জাতিক,আন্তর্জালিক এবং নান্দনিক পত্রিকা কুলায় ফেরার জন্ম হয়েছিল ৷ নানান প্রতিকূলতা সত্ত্বেও সদস্যবৃদ্ধি, প্রকাশিত পত্রিকার বিপুল জনপ্রিয়তা,দেশজুড়ে বিভিন্ন শিল্পী ও শিল্পীগোষ্ঠীর কুলায় ফেরার নিবেদিত বহুমাত্রিক অনুষ্ঠান গুলিতে অংশ নেওয়া আমাদের এই উদ্দেশ্যের সার্বিক সফলতাকে সুস্পষ্টভাবেই প্রতিফলিত করে এবং নিরন্তর প্রেরণা যোগায় ৷ নিবেদনের বাইরেও নেপথ্য শিল্পীরা যেমন সম্পাদনায় সহায়তা,শিল্পী নির্বাচন,বিষয়চয়ন, গবেষণা,সামঞ্জস্য রেখে গ্রন্থণা লেখা এবং কারিগরি শিল্পীরা যাদের নিরলস পরিশ্রমে,আন্তরিক ভালোবাসায়,সীমাহীন আবেগ,দার্ঢ্য দায়িত্বশীলতায় এই কর্মকান্ডকে করে তোলেন সাফল্যমন্ডিত ৷ রাজ্য তথা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিষয়ের শিল্পীরা অংশ নিচ্ছেন,সঞ্চালনাকারী সঞ্চালনা করছেন একটি স্থান থেকে,মূল অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে ভিন্ন স্থান থেকে। এ যেন… “দিবে আর নিবে,মিলাবে মিলিবে..”! সকলকে এক সূত্রে বেঁধেছে বিজ্ঞানের এই কম্পিউটার প্রযুক্তি এবং সেই প্রযুক্তিকে অতন্দ্র প্রহরীর দৃষ্টিতে অপরিসীম দায়িত্বে নিয়ন্ত্রণ করে চলেছেন কুলায় ফেরার প্রযুক্তিবিদ ৷ এছাড়া এই পত্রিকার মূল কারিগর অর্থাৎ যাঁরা তাঁদের লেখনী দিয়ে প্রতিনিয়ত সম্বৃদ্ধ ও ঋদ্ধ করে চলেছেন,তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
গত একবছরে,আমাদের নিবেদনের মধ্যে পত্রিকায় ছিলো প্রথম বর্ষপূর্তি সংখ্যা,কাশবন দ্বিতীয় ভাগ,বসন্ত সংখ্যা এবং নববর্ষ সংখ্যা বিহানবেলার দ্বিতীয় ভাগ প্রভৃতি ৷ এছাড়া ৺ সুধীর কুমার দত্ত স্মৃতি সাহিত্য প্রতিযোগিতাও হয়েছে সাহিত্যপ্রেমী মানুষদের উৎসাহিত করতে ৷ ফেসবুক লাইভে গত এক বছরে রবীন্দ্র নজরুল জয়ন্তী,বর্ষাবরণ,স্বাধীনতা দিবসের অনুষ্ঠান,শরৎ আবাহন,মৃণ্ময়ী মাতৃবন্দনা,ছোটদের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও সুকুমার রায় নিয়ে অনুষ্ঠান,শ্রুতি নাট্যেৎসব,লতা,সন্ধ্যা ও বাপী লাহিড়ী শ্রদ্ধাঞ্জলী নিবেদিত হয়েছে ৷ এবছরও শুভারম্ভ হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান,রবীন্দ্র নজরুল জয়ন্তী এবং ছোটদের নিয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে ৷
এই সময়কালে আমরা হারিয়েছি অনেক শিল্পীকে,যাঁদের সৃষ্টিশীলতা অন্তহীন এবং চিরকালীন। হারিয়েছি,কুলায় ফেরার সৃষ্টির স্বপ্ন যিনি দেখিয়েছিলেন সেই মহান ব্যক্তিত্ব,শিক্ষক ও সমাজ সংস্কারক স্বর্গীয় শ্রীযুক্ত নিখিলরঞ্জন বিশ্বাস মহাশয়কে। এঁদের সকলকে কুলায় ফেরা পরিবারের শ্রদ্ধা ও প্রণাম।
যে স্বপ্নময় সৃষ্টিশীল চিন্তাকে সঙ্গী করে টলমলো পায়ে হাঁটতে শুরু করেছিলাম দু বছর আগে আজ তা ধীরে ধীরে অভিজ্ঞতায় সিক্ত হয়ে পরিপূর্ণতার লক্ষ্যে এগিয়ে চলেছে ৷ মন্ত্র একটাই-চরৈবেতি,চরৈবেতি ৷
আগামী দিনগুলিতেও আপনাদের এই সহযোগিতা ভালবাসা ও আশীর্বাদ আমাদের পাথেয় হোক।
নমস্কার।

Debdatta_Biswas_Sign-trans

দেবদত্ত বিশ্বাস
সম্পাদক কুলায় ফেরা
২৬.০৭.২০২২

error: বিষয়বস্তু সুরক্ষিত !!