অবচেতন
প্রতিভা পাল
চেতনার অভ্যন্তরে এক অনন্ত সমুদ্র শায়িত;
ভাবনার বিভিন্নতায়
পাড়ভাঙা ঢেউয়ের মতো, বিশ্বাস
তার অস্তিত্ব সঞ্চয় করে সেখানে, আনমনে !
কল্পনার কাল্পনিক রেখা বরাবর
যুক্তিহীন জড়তার জিজীবিষা !
অজান্তে অজানার পরিধি মাপে
ভীষণ চেনা ভিতর, ব্যবহারে !
রহস্যময় রাংতায় জড়ানো
জানা, না-জানা, অজানার এপার-ওপার !
জীবনও আশ্চর্য হয় কখনও কখনও
অবচেতনার অভিনবত্বে….
*************************************
প্রতিভা পাল সেন পরিচিতিঃ
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি নিবাসী। কম্পিউটার-বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে ছোট থেকে লেখালিখির সঙ্গে যুক্ত। মূলতঃ কবিতা, গদ্য ও ছোটগল্পে লেখার প্রয়াস সীমাবদ্ধ। এছাড়া সংগীত চর্চা, ছবি আঁকা, রান্না, বিভিন্ন হাতের কাজ ও ভ্রমণ -ভালোলাগা অবসর। লেখা কবিতা প্রকাশিত হয়েছে প্রবাহ তিস্তা তোর্ষার শারদীয়া সংকলন, লাবণ্য, আকর, আজকাল, মুজনাই, মুক্তধারা, কথা-লহরী প্রভৃতি পত্রিকার সাহিত্য সংখ্যাতে।।
গভীর ভাবনায় আঁকা অজানা অবচেতনের ছবি❤️,ছবিটিও যথোপযুক্ত 👍❤️